সড়ক দুর্ঘটনায় গত ৫ দিনে বিভিন্ন জেলায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন। এর মধ্যে অনেকেই পবিত্র ঈদুল ফিতরে স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাওয়ার পথে বা বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে সড়কে দুর্ঘটনার শিকার হন। বৃহস্পতিবার গোপালগঞ্জের রাস্তায় বাগেরহাটের এক পরিবারের পাঁচজনসহ সারাদেশে অন্তত পাঁচটি সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এর মধ্যে ১০ জনই দুটি মাইক্রোবাসের যাত্রী। বগুড়া থেকে একটি মাইক্রোবাস এক মালয়েশিয়া প্রবাসীকে ঢকার শাহজালাল বিমানবন্দরে আনতে যাচ্ছিল; আরেকটি মাইক্রোবাস এক সৌদি প্রবাসীকে নিয়ে একই বিমানবন্দর থেকে বাগেরহাট ফিরছিল। এ নিয়ে গত ১৩৫ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেল ১২৩০ জনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে ঢাকাসহ সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
গোপালগঞ্জ : গোপালগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। ছবি: প্রথম আলোগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সৌদিপ্রবাসী হালিম আকন্দ (৪৯), তাঁর স্ত্রী আসমা বানু (৪২), তাদের দুই ছেলে সুমন আকন্দ (১৮) ও সিহাব আকন্দ (৬), হালিম আকন্দের শ্যালক বাদল হাওলাদার (৪৫) ও তাঁদের বহনকারী প্রাইভেটকারের চালক। এক পরিবারের সদস্যদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। তবে চালকের নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাটগামী প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী সেবা গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে প্রাইভেটকারের যাত্রী ও চালকসহ ছয়জন নিহত এবং ১০ জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে।নিহত বাদল হাওলাদারের বড় ভাই হালিম হাওলাদার বলেন, গতকাল বুধবার রাতে হালিম আকন্দ সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছান। তাঁকে স্বাগত জানাতে তাঁর ছোট ভাই, বোন ও ভাগনেরা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে আজ ভোররাতে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নূর হোসেন দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে মকছেদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মাইক্রোবাসটি বাসের নিচে চাপা পড়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে।হালিমের বড় ভাই মতিয়ার রহমান বলেন, আমার ভাই হালিম দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকত। ঈদের ছুটিতে বাড়ি আসছিল।তার স্ত্রী, দুই ছেলে ও শ্যালক তাকে বিমান বন্দরে আনতে গিয়েছিল। সেখান থেকে মাইক্রোবাস ভাড়া করে তারা বাড়ি ফিরছিল।সাউথখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।তিনি বলেন, এক পরিবারের পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই।দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাইক্রোবাসটি উল্টো পাশ দিয়ে চলছিল। বাস তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাইক্রোবাসটি সদর পাশে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে।টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে সকালে হাঁটতে বেরিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়; এ দুর্ঘটনায় আহত হন আরও এক নারী।ধনবাড়ীর নিজবর্ণী এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান।নিহতরা হলেন – নিজবর্ণী এলাকার বাবুল বকলের স্ত্রী রেবা বেগম (৩২) ও বেলুটিয়া এলাকার মজিদের স্ত্রী সাহাতন (৫০)।আর আহত ওবায়দা বেগমকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি একই উপজেলার বউলা এলাকার আব্দুল্লাহ আল মামুন জুয়েলের স্ত্রী।ওসি মজিবর বলেন, সকালে তিন নারী টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় নিজবর্ণী এলাকায় জামালপুরাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি ফুটপাতে উঠে পড়ে। মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়।পরে আহত অবস্থায় বাকি দুইজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেকজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে জানান তিনি।
সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়।বুধবার রাত ২টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রয়হাটি এলাকায় এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান।নিহতরা হলেন – বগুড়ার কাহালু উপজেলার দামগাড়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী হারুনুর রশিদের বাবা সোলায়মান হোসেন (৬৫), হারুনের স্ত্রী লিলি আক্তার (৩৫), ছেলে সাগর (১২) ও মাইক্রোবাসের চালক পাবনা বেড়ার আক্কাস আলীর ছেলে আব্দুল খালেক (৩২)।হারুনের আরেক ছেলে সবুজ (১৮) ও ভাগ্নে মনসুর রহমান এ দুর্ঘটনায় আহত হন।ওসি কাদের জানান, হারুন ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে আসায় পরিবারের সদস্যরা তাকে আনতে বগুড়া থেকে মাইক্রোবাস নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে যাচ্ছিলেন।রাত ২টার দিকে তাদের মাইক্রোবাস রায়গঞ্জ উপজেলার রয়হাটিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের চালকেরও মৃত্যু হয় বলে জানান ওসি।রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল-আরোহীরাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয়েছে।নিহতরা হলেন – রাজশাহী শহরের রামচন্দ্রপুর এলাকার আবদুল লতিফের ছেলে তুষার (৩০) ও নাজমুলের ছেলে শাহীন (৩৫)।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বানেশ্বর ইউনিয়নের পোল্লাপুকুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ির সার্জেন্ট মনিরুজ্জামান।তিনি বলেন, তুষার ও শাহীন একটি মোটরসাইকেলে করে বানেশ্বর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন।
রাজশাহী-ঢাকা মহাসড়কের পোল্লাপুকুর এলাকায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তুষার ও শাহীনের মৃত্যু হয়।পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে তিনি জানান।ঢাকায় অটোরিকশা চালক নিহত: রাজধানী ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হন।নিহত মো. জামাল হোসেন (৪০) ওই অটোরিকশার চালক ছিলেন।আহত মুফতী হাবিব উল্লাহ (৪৫), মো. জাহাঙ্গীর (৩০), মো. জামাল (৪২) ও উসমান (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কচুক্ষেত থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল অটোরিকশাটি। পথে গুলিস্তান জিরো পয়েন্টের সামনে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে চালক ও চার যাত্রী আহত হন।ট্রাফিক পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।আহত জাহাঙ্গীরের ভগ্নিপতি সুলতান জানান, মুফতি হাবিব উল্লাহ কচুক্ষেত আল-আমিন মসজিদের ইমাম। তার সঙ্গে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন জাহাঙ্গীর। আর জামাল ও উসমান মাছ বিক্রেতা।বুধবারও কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়।রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানের কর্মকর্তাসহ ছয়জন মারা গেছেন। তাঁরা হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল অফিসার মঈন উদ্দিন ভূঁইয়া (৫৫), মুদি ব্যবসায়ী সহিদ হোসেন (৫০), স্কুলছাত্র নূরে আলম ওরফে সিয়াম (১৩), পথচারী মোহাম্মদ আলী (৪৫) ও আলমগীর হোসেন (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা এক শিশু (১১)। দুর্ঘটনাগুলোর মধ্যে সকালে মঈন উদ্দিন কয়েকজন সহকর্মীর সঙ্গে মাইক্রোবাসে হযরত শাহজালাল বিমানবন্দর এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। খিলক্ষেত হোটেল রিজেন্সির সামনে চাকা ফেটে মাইক্রোবাসটি উল্টে পাশের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে মঈন উদ্দিনসহ অন্যরা আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে মঈন উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন। এ ছাড়া মঙ্গলবার বিকেলে খিলগাঁও উড়ালসড়কের কাছে মিনিবাসের ধাক্কায় রিকশায় থাকা মুদি ব্যবসায়ী সহিদ,সোমবার দুপুরে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী স্কুলছাত্র নূরে আলম, রোববার সকালে আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় মিনিবাসের ধাক্কায় পথচারী মোহাম্মদ আলী, একই দিন রাতে মহাখালী উড়ালসেতুর ওপর সড়ক দুর্ঘটনায় মারা যায় অজ্ঞাতনামা এক পথশিশু এবং দুপুরে শাপলা চত্বরে আলমগীর নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।ঢাকার ধামরাইয়ে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স গাছের সঙ্গে ধাক্কা লেগে এক পরিবারের তিনজনসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম (২৮), শিরিনা বেগম (৩৫), মোস্তফা সরদার (৪৫) ও অ্যাম্বুলেন্সের চালক আবদুর রহিম ভূইঁয়া (৩৫)।নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। গত রোববার, সোমবার ও গতকাল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব, মদনপুরÑভুলতা-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের পলখান ও কাঞ্চন-কুড়িল (বিশ্বরোড) সড়কের হারারবাড়ী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। রোববার বিকেলে পলখান এলাকায় ট্রাকচাপায় নিহত হন ট্রাকচালকের সহকারী মো. হাসান (২৫)। রাতে তারাব এলাকায় ট্রাকচাপায় খাবার হোটেল ব্যবসায়ী বিপ্লব হোসেন (২৮) নিহত হন। সোমবার বিকেলে হারারবাড়ীতে অজ্ঞাতনামা এক ব্যক্তি (২৪) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে প্রাণ হারান। এ ছাড়া গতকাল সকালে তারাব এলাকায় লেগুনাচাপায় আয়েশা বেগম (৫০) নামের এক নারী নিহত হন।রাজশাহীতে গত তিন দিনে শিশু ফারিহা খাতুন (৫), পোশাকশ্রমিক শরীয়ত উল্লাহ (৩৫) ও হোটেল-মালিক মকবুল হোসেন (৩৮) নিহত হন। আহত হন পাঁচজন। সোমবার সকালে নগরের বিনোদপুরে রাজশাহী-নাটোর সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ফারিহা, মঙ্গলবার সকালে মোহনপুর থানার মোড়ে বাসচাপায় মকবুল ও গতকাল দুপুরে ভদ্রা এলাকায় যাত্রীবাহী বাস পথচারীদের ওপর উঠে গেলে শরীয়ত উল্লাহ নিহত হন।ফরিদপুরের নগরকান্দার জিয়াকুলিতে রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে আঘাত করলে তিন পথচারীসহ চারজন নিহত হন। তাঁরা হলেন পথচারী ইমরান তালুকদার (২৭), মিজানুর রহমান ও আইয়ুব খন্দকার (৭) ও এর চালক সোহেল মীর (২৭)। দুর্ঘটনায় আহত এক নারী ও চার শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবানের লামায় সোমবার সকালে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় শিশুসহ ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন জাহেদুল ইসলাম (১০), ছরোয়ার হোসেন (১২), আসাদ (১২) ও মঞ্জুর আলম (৪২)। আহত লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রীবোঝাই একটি জিপগাড়ি অপর এক গাড়িকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বুধবার সকালে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ এবং অটোরিকশার চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক কলেজছাত্র নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের আরোহী আনোয়ার হোসেন (৩৫) ও শরিফুল ইসলাম (২০) এবং কলেজছাত্র সবুজ হোসেন (২২)।খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার কালাপানি এলাকায় বুধবার সকালে একটি লোকাল বাস গাছে ধাক্কা লেগে উল্টে গেলে মা ও শিশুসন্তানসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হন। নিহত তিনজন হলেন রিপনা বেগম (২৪) এবং তাঁর সন্তান জান্নাতুল ফেরদৌস (৪) ও তরিকুল (২০)।বরগুনার আমতলী-তালতলী সড়কের আলীর বন্দর নামক স্থানে বুধবার দুপুরে যাত্রীবাহী বাস একটি মাহেন্দ্রকে ধাক্কা দিলে সেটি থেকে রাস্তায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় মা সুখী বেগম (২২) ও তাঁর মেয়ে আয়শা (৪) নিহত হয়।ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মঙ্গলবার পিকআপ ভ্যানের চাপায় দাদা ও নাতনি নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. সোবহান ও সুমি (১২)।চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বুধবার ভোরে মাইক্রোবাসের চাপায় পোশাকশ্রমিক সখিনা বেগম (৩৫) নিহত হয়েছেন।পিরোজপুরের মঠবাড়িয়ার মাঝেরপুল নামক স্থানে মঠবাড়িয়া-তুষখালী সড়কে সোমবার দুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইব্রাহিম জামাদ্দার (১৮) নামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।