ভেনিজুয়েলায় সুপ্রিম কোর্টে হেলিকপ্টার হামলা

0
189

ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট ভবনে একটি হেলিকপ্টার থেকে দুটি গ্রেনেড ছোঁড়া হয়েছে।মঙ্গলবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে এই ঘটনাকে তার সরকারের বিরুদ্ধে চালানো একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।খবর এএফপি’র।প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বক্তৃতায় মাদুরো বলেন, আমি দেশের শান্তি বজায় রাখতে সকল সশস্ত্র বাহিনীকে মোতায়েন করেছি।তিনি আরো জানান, হামলার প্রেক্ষিতে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

তিনি ঘোষণা দিয়েছেন, আগে অথবা পরে আমরা ওই হেলিকপ্টার ও হামলাকারীদের পাকড়াও করবই।তিনি জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। একটি গ্রেনেডও বিস্ফোরিত হয়নি।বক্তৃতায় ৫৪ বছর বয়সী মাদুরো আরো বলেন, ভেনিজুয়েলার উচচ আদালতে হামলা ছাড়াও হেলিকপ্টারটি বিচার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর দিয়ে উড়ে গেছে।মাদুরো বলেন, হেলিকপ্টারটিতে মাত্র একজন চালক ছিল। তিনি মাদুরোর সাবেক স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী মিগুয়েল রডরিগুয়েজ টোরেসের জন্য কাজ করতেন। এখন তিনি সেই চাকরীতে নেই।