পদত্যাগে বাধ্য হলেন সিএনএনের তিন সাংবাদিক টুইটারে ট্রাম্পের উল্লাস

0
228

রাশিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন- এর তিন সাংবাদিক পদত্যাগ করেছেন।ট্রাম্প প্রশাসনের সহযোগী স্কারামুচির রাশিয়ার এক বিনিয়োগ তহবিলের সাথে সম্পর্ক নিয়ে মার্কিন কংগ্রেস তদন্ত করছে এমন খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নিজস্ব তদন্তের মাধ্যমে সিএনএন জানতে পারে, প্রকাশের আগে প্রতিবেদনটি সঠিকভাবে যাচাই-বাছাই করা হয়নি এবং একটি মাত্র সূত্রের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা। সাংবাদিক থমাস ফ্রাংক-এর তৈরি করা প্রতিবেদনটি সম্পাদনা করেন সিএনএন-এর নতুন তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিভাগের নির্বাহী সম্পাদক এরিক লিস্টব্লোও এবং লেক্স হ্যারিস। এই ৩ সাংবাদিকের পদত্যাগপত্র গ্রহণ করেছে সিএনএন।

গত সোমবার সিএনএন কর্তৃপক্ষ তাদের চাকরি থেকে অব্যহতির পত্র গ্রহণ করে। এরপরদিন মঙ্গলবার এই ঘটনার প্রতিক্রিয়া টুইট করেন ট্রাম্প। টুইটে ট্রাম্প লিখেন, ‘ওয়াও, সিএনএনকে এখন তাদের রাশিয়া নিয়ে করা বড় প্রতিবেদন প্রত্যাহার করে নিতে হবে’, তিনজন কর্মীকে জোড় করে চাকরিচ্যুত করা হয়েছে। এই বিষয় নিয়ে প্রকাশিত তাদের অন্য মনগড়া সংবাদগুলোর বিষযে কি সিদ্ধান্ত নেয়া হবে? ফেক নিউজ!’

ক্লিকবাইটার এন্ড ফেকনিউজ ডিবানকার নামের একটি একাউন্টের টুইটের জবাব দেন ট্রাম্প। ওই টুইটে দেয়া ছবিতে দেখা যায় সিএনএনকে লেখা হয়েছে এফএনএন বা ফেইক নিউজ নেটওয়ার্ক।