গাজীপুরে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১এর স্পেশালাইজ কোম্পানী , আড়াই সহ¯্রাধিক ইয়াবা ও প্রায় অর্ধলক্ষ টাকা জব্ধ

0
186

গাজীপুরে ইয়াবা ব্যবসায়ী এক যুবককে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ২ হাজার ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪৪ হাজার ৯শ’ টাকা এবং মোবাইল সেট জব্ধ করা হয়েছে। আটক ওই ইয়াবা ব্যবসায়ীর নাম মোঃ শাহীন আলম (৩৭)। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গাড়াদহ গ্রামের মৃত শাহাজাহান আলীর ছেলে।

র‌্যাব জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার সিয়াম সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন পাকা রাস্তায় শনিবার সন্ধ্যায় ইয়াবা টেবলেট ক্রয়-বিক্রয় করছে ক’মাদক ব্যবসায়ী। এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১এর স্পেশালাইজ কোম্পানীর কো¤পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহীন আলমকে আটক করে। এসময় তার প্যান্টের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৪৪ হাজার ৯শ’ টাকা এবং ১৪টি পলিথিনের প্যাকেটে ভর্তি ২ হাজার ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও দু’টি মোবাইল সেট জব্ধ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্যের ব্যবসা করিয়া আসছিল। আটককৃতের বিরুদ্ধে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।