আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে পূর্ণ সদস্যের মর্যাদা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটাঙ্গনে একাদশ ও দ্বাদশ টেস্ট খেলুড়ে সদস্য হলো দেশ দুটি।বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে তাদের টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়।এর আগে সবশেষ টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ, ২০০০ সালে।১৯৮২ সাল পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশ ছিল মাত্র সাতটি। ওই বছরই টেস্ট খেলার স্বীকৃতি পায় শ্রীলঙ্কা। আর ১৯৯২ সালে পূর্ণ সদস্যপদ পায় জিম্বাবুয়ে। এর আট বছর পর ওই কাতারে উঠে আসে বাংলাদেশ।
আফগানিস্তানের উত্থান বেশ চমকপ্রদ। ২০১১ বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় ওয়ানডে মর্যাদা পাওয়ার মধ্য দিয়ে সেরাদের কাতারে উঠে আসার পথ তৈরি হয় তাদের।২০১৩ সালে যুদ্ধবিধ্বস্ত দেশটি আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে তারা।উন্নতির ধারাবাহিকতা ধরে রাখা আয়ারল্যান্ড ২০০৭ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করে। অভিষেক আসরেই তারা পাকিস্তানকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয়। এরপরের দুটি বিশ্বকাপেই খেলেছে তারা।