লাইসেন্সবিহীন মোটরসাইকেল পেলেই স্থায়ীভাবে বাজেয়াপ্ত

0
243

লাইসেন্স বিহীন মোটরসাইকেল স্থায়ীভাবে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী বলেন, কেউ যদি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে, তবে তা স্থায়ীভাবে বাজেয়াপ্ত হবে। তা আর ফেরত দেয়া হবে না।

একই সাথে সারা দেশে নির্বিঘ্নে ঈদ জামাত আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে আইন-শৃংখলা বাহিনীকে।জঙ্গি কিংবা সন্ত্রাসী অর্থায়ন তদারকিতে মোবাইল ব্যাংকিং এজেন্টদের মোবাইল সীম নজরদারিতে থাকবে বলেও জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।