বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর

0
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ আজ বুধবার সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। এর আগে উভয় দেশের সীমান্ত রক্ষীদের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।যাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে তাঁরা হলেন মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (১৯) এবং উপজেলার শ্যামকুড় গ্রামের কাওসার আলীর ছেলে হারুন অর রশিদ (৩০)।

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, লাশ গ্রহণের জন্য গতকাল থেকে তাঁরা অপেক্ষা করছিলেন। নানা আনুষ্ঠানিকতার পর অবশেষে আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিল্লুর রহমান ও বিএসএফের নবম ব্যাটালিয়নের অধিনায়ক রাজিব মিনস নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ভারতের নদীয়া জেলার হাসখালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনিন্দ বসু মহেশপুর থানা পুলিশের কাছে দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করেন।

স্থানীয়দের বরাত দিয়ে মহেশপুরের নেপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছামছুল হক মৃধা জানান, গতকাল সকালে গরু আনার জন্য কয়েকজন বাংলাদেশি ভারতে যায়। সেখান থেকে ফিরে আসার পথে বিএসএফ তাদের তাড়া করে। এ সময় গ্রামবাসী চারটি গুলির শব্দ শুনেছে। গুলিতে সোহেল রানা ও হারুন অর রশিদ মারা যান বলে ফিরে আসা অন্যরা জানিয়েছেন। পরে বিএসএফ লাশ নিয়ে যায় বলেও জানায় তারা।

লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পাঠানো পতাকা বৈঠকের ব্যাপারেও সাড়া দেয়নি বিএসএফ। আজ বুধবার দুপুরে খোসালপুর বিজিবি বিওপির কোম্পানি কমান্ডার আবু তাহের জানান, গতকাল এক দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়া হলে বিএসএফ সেটি গ্রহণ করেনি। আজ মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে ফের ভারতীয় বিএসএফের নবম ব্যাটালিয়ান কমান্ডারকে লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। দুপুর ১টা পর্যন্ত বিএসএফ ওই চিঠির উত্তর দেয়নি। এরপর থেকে ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল। পরে বিএসএফ সাড়া দিয়ে সন্ধ্যায় পতাকা বৈঠকে যোগ দেয়।

এই খবর লেখার সময় পুলিশ জানায়, দেশীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ দেওয়া হবে। খোসালপুর বিজিবি ক্যাম্পে স্থানীয় নেপা ইউপি চেয়ারম্যান ছামছুল আলম মৃধাসহ গ্রামবাসী লাশ গ্রহণের জন্য অবস্থান করছেন।

File Image