ডিএনসিসির ২ হাজার ৩’শ ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

0
0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ২ হাজার ৩’শ ৮৪ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে উত্তরের মেয়র আনিসুল হক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট উপস্থাপন করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরের মেয়র আনিসুল হক এ বাজেট উপস্থাপন করেন। মেয়র বলেন, গত বছরের বাজেট করা হয়েছিলো, ২ হাজার তিরাশি কোটি টাকার আর ব্যয় হয়েছে ১২‘শ একত্রিশ কোটি টাকার কিছু বেশি। বাজেট উপস্থাপন অনুষ্ঠান থাকলেও, রাজধানীতে মশা বাহিত রোগ চিকুনগুনিয়ার প্রকোপ অত্যাধিক বেড়ে যাওয়ায় মেয়রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিলো মশা নিধন কার্যকারিতা প্রসঙ্গে।

সেসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিকুনগুনিয়া বিষয়ে মেয়র আনিসুল হক, মশা নিধনের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গত অর্থ বছরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বাজেট ছিলো ২৩ দশমিক ২৫ কোটি টাকা কিন্তু ব্যায় হয়েছে ১৬ দশমিক ৮৫ কোটি টাকা।