ঘাসের কোর্টে প্রথম জয় পেলেন ফেদেরার

0
0

জাপানের ইউচি সুগিতাকে পরাজিত করে ঘাসের কোর্টের মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছেন আঠারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার।সুইস শীর্ষ বাছাই গতকাল হল ওপেনের প্রথম রাউন্ডে সুগিতাকে ৬-৩, ৬-১ গেমে পরাজিত করে মাত্র ৫১ মিনিটেই জয় তুলে নেন। এর আগে ইনজুরির কারনে ক্লে কোর্টের পুরো মৌসুমটাই বিশ্রামে ছিলেন ফেদেরার। এটি তার ১১০০তম এটিপি ম্যাচে জয়।

হল ওপেনের ওয়েবসাইটে ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, আমি এর আগে কখনই সুগিতার সাথে খেলিনি। আমার বিপক্ষে যেই খেলতে আসে সকলে বেশ উজ্জীবিত অবস্থায় থাকে। প্রথমবার তার বিপক্ষে কোর্টে নেমে আমি ম্যাচটাকে মোটেই সহজ ভাবে নেইনি। কিন্তু আমি দারুন সন্তুষ্ট। গ্যারি ওয়েবার ওপেনে এটি দারুন একটি শুরু।২০১২ সালের পরে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ওপেনের মাধ্যমে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান ফেদেরার। গত সপ্তাহে স্টুটগার্টে কোর্টে ফিরে প্রথম ম্যাচেই জার্মান অভিজ্ঞ টমি হাসের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন। কিš‘ বিশ্বের পাঁচ নম্বর তারকা আবারো নিজস্ব স্বকীয়তায় কোর্টে ফিরেছেন। বিপরীতে ৬৬তম র‌্যাঙ্কধারী সুগিতা নিজেকে কোনভাবেই মানিয়ে নিতে পারেননি। যদিও দ্বিতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট তুলে নিয়েছিলেন।আগামী ৩-১৬ জুলাই অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিতব্য উইম্বলডনে ৩৫ বছর বয়সী ফেদেরার অন্যতম ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন। তার আগে হলে নবমবারের মত শিরোপা জয়ই লক্ষ্য এই সুইস তারকার। শেষ ১৬ তে ফেদেরারের প্রতিপক্ষ ইন-ফর্ম মিশা জেভরেভ।