রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট থেকে দুই হাজার কোটি টাকা বরাদ্দের সমালোচনা করে এর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় মুহিতের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করারও দাবি তুলেছেন তিনি।বাবলু বলেন, ট্যাক্স পেয়ারের দুই হাজার কোটি টাকা উনি ব্যাংকিং খাতের ঘাটতি পূরণে দিচ্ছেন। মানুষের টাকা দিয়ে লুটপাটের টাকা পূরণ করছেন। এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। এটা অনৈতিক কাজ। উনি নৈতিকতা ও আইনবিরোধী প্রস্তাব কীভাবে করেন?লুটের টাকার ঘাটতি পূরণে করদাতাদের দেওয়া অর্থ খরচের অধিকার অর্থমন্ত্রীর নেই মন্তব্য করে বাবলু বলেন, এর জন্য তো উনাকে আইনের আওতায় আনতে হবে। অর্থমন্ত্রীকে এ জন্য আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। উনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত বলে আমি মনে করি।
মুহিতের উদ্দেশে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, আপনি বিদায় নিন। পদত্যাগ করুন। সম্মানের সাথে বিদায় নিন। আপনার অনেক বয়স হয়েছে। আপনাকে সম্মান করি। বিদায় নিয়ে ষোল কোটি মানুষকে মুক্তি দিন।সংবাদ মাধ্যমে আসা তথ্য অনুযায়ী, মূলধন ঘাটতি পূরণ, তহবিল সহায়তা, সুদ ভর্তুকি ও সরকারি শেয়ারের অংশ ঠিক রাখতে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘ব্যাংকের মূলধন পুনর্গঠনে বিনিয়োগ’ খাতের বরাদ্দ থেকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ওই অর্থ দেওয়া হয়েছে।এর মধ্যে সোনালী, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে দেওয়া হয়েছে এক হাজার ৪০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৭০ শতাংশ।দুর্নীতি ও ঋণ জালিয়াতির কারণে দুর্দশায় থাকা ব্যাংকগুলোকে এভাবে মূলধন জোগানো নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা রয়েছে।
জিয়াউদ্দিন বাবলু সংসদে বলেন, এ ধরনের প্রস্তাব কোনোভাবেই উনি (অর্থমন্ত্রী) করতে পারেন না। এ টাকা উনি শিক্ষা-স্বাস্থ্য বা অন্য কোনো খাতে দিতে পারতেন। কেন আপনি দুই হাজার কোটি টাকা ব্যাংকের মূলধন পুনর্গঠনে দেবেন?আগের তিন অর্থ বছরও আপনি টাকা দিয়েছেন। সরকার তাদেরকে টাকা দিতে যাবে কেন? অর্থমন্ত্রীর এই টাকা দেওয়ার কোনো অধিকার নেই।ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের অভিযোগ এনে বাবলু বলেন, ব্যাংকগুলোকে অক্সিজেন দিয়ে’ রাখা হয়েছে।ব্যাংকগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে। খেলাপি ঋণে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে আছে। এর মধ্যে ঋণ অবলোপন করা হয়েছে। কার টাকা অবলোপন করছেন? মানুষের টাকা লুট হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে। এসব নিয়ে অর্থমন্ত্রীর কোনো বক্তব্য নেই। খেলাপী ঋণ আদায় হলে ভ্যাট বাড়ানোর প্রয়োজন হবে না বলেও মনে করেন বাবলু।তিনি বলেন, লুটপাট কারা করছে? এরা কি আপনাদের চেয়ে, সরকারের চেয়ে শক্তিশালী? কেন তাদের আইনের আওতায় আনবেন না? বেসিক ব্যাংকের চেয়ারম্যান এখনো ঘুরে বেড়াচ্ছেন। দুদক নাকি তার বিরুদ্ধে কিছু পায়নি। সোনালী, রূপালী জনতা সব ব্যাংকের করুণ অবস্থা। শেয়ার বাজার লুট হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।বিচিত্র দেশের বিচিত্র মন্ত্রীর বিচিত্র বাজেট মন্তব্য করে অর্থমন্ত্রীর উদ্দেশে বাবলু বলেন, আপনি কি উন্নয়নের মহাসড়কে নাকি দুর্যোগের মহাসড়কে আছেন সেটা বিবেচনার বিষয়।ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক ভুল বার্তা দিচ্ছে। অর্থমন্তী বলেছেন, এ শুল্কের নাম পরিবর্তন করবেন। কানা ছেলের নাম পদ্মলোচন রাখলে কানা ছেলে কানাই থাকে।চালের দাম বৃদ্ধির সমালোচনা করে বাবলু বলেন, এক বছরে মোটা চালের দাম ৪৭ শতাংশ বেড়েছে। মানুষের জীবন ওষ্ঠাগত। মানুষ চাল কিনতে পারছে না।শুধু প্রবৃদ্ধি উন্নয়নের একমাত্র মাপকাঠি নয় বলে মন্তব্য করে তিনি বলেন, অর্থমন্ত্রী মিথ্যার বেসাতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। সত্যের কাছাকাছি থাকতে হবে, সত্যকে আলিঙ্গন করার সাহস থাকতে হবে। সুশাসন না থাকলে মানুষ উন্নয়নের সুফল পাবে না। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, বাজেটে শেখ হাসিনার উন্নয়ন তথা জনকল্যাণের দর্শনকে ধারণ করা হয়েছে।বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা ব্যাংক হিসাবে আবগারি শুল্ক আরোপসহ সঞ্চয় পত্রের সুদ হ্রাস, ভ্যাট বৃদ্ধির তীব্র সমালোচনা করেন। তারা এসব প্রত্যাহারের আহবান জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টা ৪মিনিটে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়।গত ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করেন।২০১৭-১৮ অর্থবছরের বাজেট আলোচনার ১০ম দিনে আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সরকারি দলের রেজাউল করিম হীরা, মোতাহার হোসেন, এ বি তাজুল ইসলাম, এ কে এম রহমতুল্লাহ, মো. জিল্লুল হাকিম, পংকজ নাথ, এ কে এম শাহজাহান কামাল, ফরিদুল হক খান, সামছুল আলম দুদু, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, সাধন চন্দ্র মজুমদার, মোঃ হাবিবুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, মোঃ আয়েন উদ্দিন, সাইমুম সরওয়ার কমল, নাজিম উদ্দিন আহমেদ, আশেক উল্লাহ রফিক, মিসেস লুৎফুন্নেসা, বেগম পিনু খান, জাতীয় পার্টির জিয়া উদ্দীন আহমেদ (বাবলু), কাজী ফিরোজ রশীদ, এড. মোঃ জিয়াউল হক মৃধা ও তরিকত ফেডারেশনের এম এ আউয়াল আলোচনায় অংশ নেন।বাজেট আলোচনায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রবৃদ্ধি এখন উর্ধ্বমুখী। প্রবৃদ্ধির ৬ শতাংশের বৃত্ত ভেঙ্গে এখন ৭ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি করের আওতা সম্প্রসারণের প্রস্তাব করে বলেন, দেশের ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ১৬ লাখ মানুষ কর দিচ্ছে। যা জনসংখ্যার ১ শতাংশ মাত্র। এই হার বাড়িয়ে কমপক্ষে ১ কোটি মানুষকে করের আওতায় আনতে হবে।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জনগণ ঠিকই ভ্যাট দেয়, কিন্তু সেই ভ্যাটের টাকা সিস্টেম লসের কারণে সরকারি কোষাগারে জমা হয় না। দোকানগুলোর ভ্যাট প্রদান মেশিনের সাথে এনবিআর’র সার্ভার সংযুক্ত করে অটোমেশন সিস্টেম চালু করতে পারলে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় না করে ৭ শতাংশ আদায় করলেও কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব। তিনি মোবাইল ফোন কোম্পানির ভ্যাট আদায়েও অটোমেশন পদ্ধতি অনুসরণ করার প্রস্তাব করেন।তিনি ঢালাওভাবে করারোপ না করে রেডিমেট ফ্লাটসহ এ্যাপার্টমেন্ট ক্রয়-বিক্রয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের সুপারিশ করেন।মন্ত্রী বলেন, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে ঢাকার বস্তিবাসীদের প্রত্যেককে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ্যাপার্টমেন্ট দেয়া হবে। তারা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভাড়ার ভিত্তিতে এ্যাপার্টমেন্টের টাকা পরিশোধ করবেন।তিনি বলেন, ঢাকার পূর্বাচলে আধুনিক স্মার্ট সিটি গড়ে তোলা হচ্ছে। এখানে ৭০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। সেখানে একটি আইকনিক টাওয়ার নির্মাণ করা হবে। শিগগিরই এর দরপত্র আহবান করা হবে। বিদেশী অর্থায়নে ঝিলমিল প্রকল্পে ১৪ হাজার ৪০টি ফ্লাট নির্মাণ করা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মালয়েশিয়ার একটি কোম্পানী এই কাজটি পেয়েছে। আগামী এক মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে। সাশ্রয়ী মূল্যে জনগণকে এখানে ফ্লাট দেয়া হবে।মন্ত্রী বলেন, উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পে ৬ হাজার ৬৩১টি ফ্লাট নির্মাণ করা হয়েছে। ২৫ বছর মেয়াদী কিস্তিতে এই ফ্লাটের টাকা পরিশোধ করা যাবে। এর প্রায় সবকটি ফ্লাটই বিক্রি হয়ে গেছে। আগামী বছরের শুরুতে প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করবেন বলে তিনি জানান।তিনি জানান, উত্তরা তৃতীয় প্রকল্পে ৮ হাজার ৪শ’ ফ্ল্যাট নির্মাণ করা হবে। এর পাশেই মেট্রোরেল যাচ্ছে। সেখান থেকে মাত্র ২০ মিনিটে মতিঝিল যাওয়া যাবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ন্যাশনাল হাউজিং অথরিটির আওতায় সারাদেশে ইতোমধ্যে ৭ হাজার ৮৭৫টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ২৬৫টি ফ্ল্যাট সুলভ মূল্যে ও সহজ কিস্তিতে বরাদ্দ দেয়া হয়েছে।সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, মেধা, প্রজ্ঞা আর সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশ আজ পৃথিবীর বুকে এক অনন্য উচ্চতর আসনে অধিষ্ঠিত। তাঁর নেতৃত্বে দেশ শান্তি, সমৃদ্ধি আর উন্নয়নের দিকে অগ্রসরমান। শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।সরকারি দলের অন্য সদস্যরা শিক্ষা খাতে বাজেট বাড়ানোসহ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানান। বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বিড়ি ও সিগারেটের ওপর সমহারে করারোপের দাবি জানান।কাজী ফিরোজ রশিদ প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, ১৫ শতাংশ ভ্যাট আবাসন শিল্প ধ্বংস করবে। তিনি কৃষি যন্ত্রপাতিও শ্যালো ইঞ্জিনের ওপর কর প্রত্যাহারের দাবি জানান। তিনি ব্যাংক হিসাবে আরোপিত আবগারি শুল্ক প্রত্যারেরও দাবি জানান।