সকাল থেকে বিরামহীন বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত তলিয়ে গেছে।রবিবার মধ্য রাত থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত কখনও ভারি, কখনও টিপ টিপ করে বৃষ্টি হয়েছে। এখনও নগরীর কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ অনেক সড়ক দেখে বোঝা উপায় নেই সেটা রাজপথ নাকি নৌপথ। রাস্তায় পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রবিবার গভীর রাত থেকে সোমবার (১৯ জুন) দুপুর পর্যন্ত থেমে থেমে হওয়া ভারি ও মাঝারি বর্ষণ হয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাদের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দুপুর ১১টা ৫৫তে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসগামী লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। এরমধ্যেই সকাল সকাল ব্যক্তিগত গাড়ি নিয়ে ঈদের শপিং করতে বের হওয়া লোকজনের গাড়ির সারিও দেখা গেছে কোনও কোনও রাস্তায়। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যস্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
রাজধানীর মিরপুর, কালশী, বেগম রোকেয়া স্মরণি, ধানমন্ডি ২৭ নম্বর হয়ে বাংলামোটর থেকে বসুন্ধরা সিটির পুরো রাস্তায় মাঝে মাঝেই পানি থৈ থৈ করছে। রাস্তা মাঝখানে ছোট যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় তৈরি হয়েছে যানজট। আর প্রধান সড়ক জুড়ে উন্নয়ন কাজের কারণে খানাখন্দে ভরা সড়কগুলোয় গাড়ির গতি নেই বললেই চলে।সকাল থেকেই এভাবে অন্ধকার হয়ে যায় চারপাশসকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় শঙ্কিত লোকজন। বেসরকারি কোম্পানির কর্মকর্তা রায়হান রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, এত বিদ্যুৎ চমকাচ্ছিল যে আজ (সোমবার) অফিসে যেতে পারিনি। এর মধ্যে গাড়ি নিয়ে বের হতে ভয় করছে। তার ওপর ভারি বর্ষণ তো আছেই।সরেজমিনে দেখা যায়, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, রাজারবাগ, রামপুরা, বাড্ডা সড়কে জলজটের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মগবাজার-মৌচাক ফ্লাইওভার উন্নয়ন কাজের কারণে জলজটে ভোগান্তির মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেয়। এছাড়া মিরপুর শেওড়াপাড়া, কাজিপাড়া, কালশী, পুরান ঢাকার আলাউদ্দিন রোড, যাত্রাবাড়ী মোড়, জুরাইন, শহীদনগর, মধুবাগ এলাকায় জলজটে নাকাল বাসিন্দারা। অলিতেগলিতে সকাল সাড়ে ১০টার দিকেই হাঁটুপানি দেখা গেছে।রাস্তায় পানি জমে থাকায় অফিসগামীরা দুর্ভোগে
বৃষ্টিতে মোটরবাইকে ধানমন্ডি থেকে পান্থপথ এসেছেন বিপ¬ব জিসান খান। তিনি বলেন, ‘বৃষ্টি আর যাজটনের মধ্যে অফিসে আসতে গিয়ে অবস্থা খারাপ। পুরো বর্ষা মৌসুমে যদি এ অবস্থা থাকে তাহলে আমাদের নাগরিক অধিকার বলে আদৌ কিছু আছে কী?
রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে কোমর থেকে হাঁটু সমান পানি জমে যায়। রাতের বৃষ্টিতে তেমন সমস্যা না হলেও সকাল থেকে শুরু হওয়া টানা বর্ষণে পানি জমে গেছে। রাস্তায় পানি জমে থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে একসময় বিরক্ত হয়ে হাঁটা শুরু করেন তারা। কিন্তু পানির কারণে সেটাও পারছিলেন না। পাশেই ভ্যান চালকরা বলছেন, পানি পার ২০ টাকা, পানি পার ২০ টাকা’। বাধ্য হয়ে লোকজন ২০ থেকে ৪০ টাকা দিয়ে ভ্যান ও রিকশায় পানি পার হয়েছেন। এতে নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপাকে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, রোকেয়া সরণির মিরপুর ১০ নম্বর থেকে কাজীপাড়া পর্যন্ত প্রধান সড়কে এমন দৃশ্য দেখা গেছে। ১০০-১৫০ হাত পর্যন্ত রাস্তায় কোমর সমান পানি জমে গেছে। এটুকু পথ পার করে দিকে ভ্যানচালকরা ২০ টাকা নিচ্ছেন। একসঙ্গে চার-পাঁচজনকে নিয়ে পানি পার করে দিচ্ছেন। এই রাস্তা পার করে দিতে রিকশাচালকরা চাইছেন ৪০ টাকা।এত ভাড়া কেন চাইছেন- এ প্রশ্নের জবাবে এক ভ্যান চালক বলেন, ভাই সামনে ঈদ। আমাদেরও তো ঈদ করা লাগবে। এজন্য টাকা একটু বেশি নিচ্ছি। সবাই তো বেতন-বোনাস পায়, আমরা তো আর তা পাই না। বৃষ্টি হয়ে আমাদের বাড়তি কিছু টাকা আয়ের সুযোগ হয়েছে।ভ্যানে করে পার হওয়া এক যাত্রী বলেন,আমরা তো নিরুপায়। কিছুই করার নেই। অফিসে তো যেতে হবে। তালতলা থেকে কাজীপাড়া রাস্তায় গাড়ি আটকে আছে। হেঁটে যাবো বলে বাস থেকে নেমেছি। কিন্তু রাস্তায় নেমে দেখি পানি। বাধ্য হয়েই এভাবে পার হচ্ছি। গাড়ি ভাড়াও ফেরত দেয়নি আবার রিকশা-ভ্যানে বেশি ভাড়া নিচ্ছেন।রাস্তার পানির ছবি তোলার সময় এই প্রতিবেদককে কয়েকজন তরুণী বলেন, ভাই ছবি না তুলে কয়েকটা নৌকা পাঠান। তাহলে আমরা কম ভাড়ায় যেতে পারবো।
বৃষ্টির পর দ্রুত পানি অপসারণের জন্য রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একটি করে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি)। প্রতিটি টিমে ১০ জনের অধিক সদস্য রয়েছে। স্থানীয় কাউন্সিলর বা করপোরেশনের একজন পরিচ্ছন্নতা পরিদর্শক এই টিমের নেতৃত্ব দেবেন। কথা ছিল বৃষ্টির পর জলাবদ্ধতা হলেই তারা মাঠে নেমে ড্রেন ও ম্যানহোলগুলোর ঢাকনা খুলে দেবেন। একই সঙ্গে বিকল্প কোনও ব্যবস্থা নিতে হলে তাও নেবেন।কিন্তু সোমবারের (১৯ জুন) টানা বৃষ্টির পর নগরজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিলেও সংস্থা দুটির এই টিমের কোনও সদস্যকে মাঠে দেখা যায়নি। নগরীর প্রতিটি অলিগলিতে পানি থৈ থৈ করছে। পাশাপাশি রজধানীর নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার চিত্র আরও ভয়াবহ। স্থানীয় এলাকাবাসী ও আশপাশের দোকানিরা তাদের প্রয়োজনে কিছু কিছু ড্রেন ও ম্যানহোলের ঢাকনা খুলে দিলেও দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের দেখা মেলেনি।
নগরবাসীর অভিযোগ, বৃষ্টিতে দুই সিটির অধিকাংশ এলাকা ডুবে গেলেও সিটি করপোরেশনের কোনও তদারকি তারা দেখতে পান না। দুর্যোগের মুহূর্তে কাউকে ফোন করলেও পাওয়া যায় না। বরং কর্মকর্তারা উল্টো জলাবদ্ধতার জন্য নগরবাসীকেই দায়ী করেন এবং এ লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। খোঁজ নিয়ে জানা গেছে, রবিবারের টানা বৃষ্টিতে রাজধানীর মৌচাক, মালিবাগ, রাজারবাগ, রামপুরা, বাড্ডা সড়কে যানজটের সৃষ্টি হয়। মগবাজার-মৌচাক ফ্লাইওভারের উন্নয়ন কাজের কারণে জলজটে ভোগান্তির মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেয়। এছাড়া কারওয়ান বাজার, বেগুনবাড়ি, পান্থপথের বিভিন্ন অংশ, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, কালশী, বসুন্ধরা, নতুন বাজার, কুড়িল, পুরনো ঢাকার কাজী আলাউদ্দিন রোড, যাত্রাবাড়ী মোড়, জুরাইন, শহীদনগর, মধুবাগে ভয়াবহ জলজট দেখা দিয়েছে। অলিতে গলিতে জমেছে হাঁটুপানি।তবে অন্যান্য বছর দক্ষিণ সিটি করপোরেশনের শান্তিনগরে হাটুপানি দেখা গেলেও এবছর তা থেকে মুক্তি পাচ্ছে নগরবাসী। এই এলাকার জলাবদ্ধতা নিরসরে ড্রেন নির্মাণ কাজ প্রায় শেষ করেছে ডিএসসিসি। শান্তিনগরে এখন তেমন জলাবদ্ধতা দেখা যাচ্ছে যায় না। অপরদিকে উত্তর সিটি করপোরেশনের কিছু ভিআইপি এলাকা ছাড়া অধিকাংশ এলাকার অবস্থা নাজুক। এমন কোনও সড়ক বাকি নেই, যেখানে হাটুপানি সৃষ্টি হয়নি। সংস্থাটির প্রধান সড়কগুলোর কিছুটা উন্নতি হলেও অগিগলির চিত্র ভয়াবহ।সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০ নম্বর, শেওড়াপাড়ায় কম হলেও কাজীপাড়ায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এ এলাকায় যানজটের সৃষ্টি হয়।খিলক্ষেত বটতলার সড়কে জমে আছে হাঁটুসমান পানি
খিলক্ষেত-লেকসিটি সড়কের বটতলা এলাকা পুরোটাই হাঁটু পানির নিচে ডুবে আছে। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মোহাম্মদী গার্মেন্টসের সামনের সড়কে পানি জমে আছে। রিকশা ও অটো ভাড়া বেড়েছে চার থেকে পাঁচগুণ। প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অবস্থা নেই, জলাবদ্ধতার মধ্যে থমকে থাকে।জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে দক্ষিণ সিটির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল¬াতুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে তৎক্ষণিক ব্যবস্থা নিতে মেয়র সাঈদ খোকন প্রতিটি ওয়ার্ডে একটি করে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করে দিয়েছেন। এই টিমে ১০ জন করে সদস্য রয়েছেন। আমরা সকালেই সব টিমকে নির্দেশ দিয়ে দিয়েছি। তারা মাঠে নেমে গেছেন। দ্রুত পানি মেনে যাবে।
এই কর্মকর্তার তথ্য অনুযায়ী সরেজমিনে কাউকেই মাঠে পাওয়া যায়নি। দুপুরের দিকে বৃষ্টি থেমে গেলেও বিকাল অবধি প্রায় প্রতিটি এলাকায় জলাবদ্ধতা ছিল। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সংস্থার এই টিমের কোনও কর্মীকে মাঠে দেখা যায়নি। বেশকিছু এলাকায় জলজট নিরসনে স্থানীয়দের কাজ করতে দেখা গেছে।এদিকে সামান্য বৃষ্টি হলেই কারওয়ান বাজরের টিসিবি ভবনের সামনে কোমর সমান পানিবদ্ধতা সৃষ্টি হয়। এ সম্পর্কে জানতে চাইলে ডিএনসিসি অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা (কারওয়ান বাজার) এমএম অজিয়র রহমান বলেন, ‘আসলে এটা নিয়ে আমাদের কিছুই করার নেই। হাতির ঝিলের কারণেই এমনটা হয়েছে। হাতির ঝিলের এই (কারওয়ান বাজার) অংশে যেভাবে কাজ হওয়ার কথা, তা বিজিএমইএ ভবনের কারণে হয়নি। ভবনটি ভেঙে ফেলা হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এর পরেও আমরা সাময়িকভাবে চেষ্টা করছি কিভাবে সমাধান করা যায়।
রবিবার (১৮ জুন) মধ্যরাত থেকেই বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাতে। সোমবার দুপুর পর্যন্ত কখনও ভারী,কখনও মাঝারি আকারের বৃষ্টিপাত চলছে। রাত থেকে শুরু হওয়া বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর মিরপুরের বেশিরভাগ সড়ক। থেমে থেমে চলছে যানবাহন। অন্যান্য এলাকা থেকে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মিরপুর।রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় মিরপুর অনেকটা নিচু এলাকা। তাই সাধারণ বৃষ্টিপাতেই সেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর রবিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে মিরপুরের বেশিরভাগ এলাকা। সোমবার মিরপুর এলাকা ঘুরে দেখা যায়,তালতলা থেকে রোকেয়া সরণী হয়ে মিরপুর ১০ পর্যন্ত রাস্তায় জমে আছে হাঁটু সমান পানি।সড়কগুলোতে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আব্দুল বাসেত নামে একজন পানির মধ্যে দিয়ে হাঁটছেন,ভিজে গেছেন প্রায়। তিনি বললেন,‘মিরপুর ১০ নম্বরে জরুরি কাজ আছে,যেতেই হবে। জ্যামের কারণে কোনও গাড়ি সামনে এগোতে পারছে না। তাই পানির ভেতর দিয়েই হেঁটে যাচ্ছি। কবে যে আমাদের মতো সাধারণ মানুষের এই দুর্ভোগ শেষ হবে !