ফখরুলের গাড়িবহরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

0
276

চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে, রাজধানীর এয়ারপোর্ট রোডে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত সুনিশ্চিত না। তবে যারাই এ হামলা করেছে না কেনো এটা অন্যায়। আমরা এটি খতিয়ে দেখছি। এইটা যে দলেরই হোক বা রাজনৈতিক কেউ হোক না কেনো পুলিশকে বলা হয়েছে। পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যে দায়ী হবে না কেনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’