রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত

0
0

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে নিহতের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসে পুলিশ। বনানী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক দৈনিকবার্তা কে  বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বনানী এলাকার ২৭ নম্বর রোডে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি সিমেন্টের মিকচার গাড়ির চাপায় আসাদুর ঘটনাস্থলে নিহত হয়। তার সঙ্গে একটি প্রতিষ্ঠানের আইডি কার্ড পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এএসআই ওমর ফারুক জানান, বনানী ২৭ নম্বর রোডের ক্রসিংয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসাদুর রহমান আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আসাদুর বাড়িধারা এলাকার একটি হোটেলে কাজ করতেন। লরিটিকে আটক করা হয়েছে হলেও জানান তিনি।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আসাদুর রহমান (৩৩)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানীর আতিয়ার রহমানের ছেলে। আসাদুর রহমান মিরপুর ১০ নম্বর সেকশন টাউন হলের পেছনে ভাড়া বাসায় থাকতেন।