সিগন্যাল অমান্য করায় গাজীপুরে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত ॥ মালসহ বগি খাদে ॥ সাড়ে ৯ ঘন্টা লাইন বন্ধ ॥

0
249

গাজীপুরের পূবাইলে সিগন্যাল অমান্য করায় বুধবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। দূর্ঘটনায় রেললাইনের কিছু অংশসহ কয়েকটি বগি ভেঙ্গে দুমড়ে মুছড়ে পাশর্^বর্তী খাদে পড়ে যায়। এতে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ঢাকাগামী লাইন (আপ) দু’টিতে প্রায় সাড়ে ৯ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

রেলওয়ের পূবাইল স্টেশনের স্টেশন মাষ্টার তহুরুল ইসলাম ও স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ৮০১ কন্টেইনার ট্রেন ঢাকা যাচ্ছিল। পথে কালীগঞ্জের আড়িখোলা স্টেশন অতিক্রম করে বুধবার ভোর রাত সোয়া ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটের গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় পৌছে। এসময় ঢাকাগামী সিলেট ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস এবং চট্রগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর নিশিথা এক্সপ্রেস ট্রেন দু’টিকে পেছন থেকে পাস (প্রিফারেন্স) দেওয়ার জন্য ওই কন্টেইনার ট্রেনটিকে পূবাইল স্টেশন ত্যাগের জন্য ডিপোসিং সিগন্যাল না দিয়ে ওই স্টেশনের ১নম্বর আপ লাইনে রাখার জন্য রিসিভিং (আউটার হোম) সিগন্যাল দেওয়া হয়। কিন্তু ওই সিগন্যাল অমান্য করে চালক কন্টেইনার ট্রেনটি নিয়ে দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রমের সময় স্টেশন হতে প্রায় দু’শ ফুট দূরে রেললাইনের ট্র্যাক পয়েন্টে ইঞ্জিন ও পরবর্তী ৭টি বগি লাইন চ্যুত হয়। এ ঘটনায় ওই ট্রেনের মালামাল ভর্তি কয়েকটি বগি ভেঙ্গে ও দুমড়ে মুছড়ে যায় এবং তিনটি বগি উল্টে লাইনের পাশর্^বর্তী খাদে পড়ে যায়। এতে কয়েকটি স্লিপারসহ রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। দূর্ঘটনায় কয়েকটি বগি ভেঙ্গে দুমড়ে যাওয়ায় সেগুলোর মালামাল ছড়িয়ে ছিটিয়ে নীচে পড়ে যায়। ফলে ওই লাইনসহ ঢাকাগামী দু’টি লাইনেই (আপ লাইন) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় চট্রগ্রামগামী অপর দু’টি লাইনকে (ডাউন লাইন) সিগন্যাল লাইন কার্যক্রমের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখা হয়। দূর্ঘটনার খবর পেয়ে ঢাকা ও আখাউড়া থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। দূর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগিগুলো অপসারণ করে রেললাইন মেরামত করলে প্রায় ৯ঘন্টা পর বেলা পৌণে দু’টার দিকে ওই লাইন সচল হয়। তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।