নিম্নচাপের প্রভাবে দুই দিনের টানা বর্ষণে বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রাম বিভাগের তিন জেলায়; পাহাড় ধসে হতাহত হয়েছেন বহু মানুষ। পাহাড় ধসে হতাহতের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে রাঙামাটি জেলায়। জেলার মানিকছড়িতে একটি সেনা ক্যাম্পের কাছে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ফের ধসে নিহত হয়েছেন দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য।এছাড়া আরও দশজন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন বলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান জানিয়েছেন।তিনি বলেন, পাহাড় ধসের কারণে ওই এলাকায় সড়কপথে যোগাযোগ করা যাচ্ছে না। আবহাওয়া অনুকূল না থাকায় হেলিকপ্টারও নামানো যাচ্ছে না। তবে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহতরা হলেন- সেনাবাহিনীর মেজর মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত, করপোরাল আজিজ ও সৈনিক শাহীন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকায় সংবাদ সম্মেলন করে পাহাড় ধসের ঘটনায় দুই সেনা কর্মকর্তাসহ ৩৯ জনের লাশ উদ্ধারের খবর জানিয়েছেন।তবে স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত রাঙামাটিতে ৩৫ জন, চট্টগ্রামে ২৭ জন এবং বান্দরবানে সাতজন নিহতের খবর নিশ্চিত করেছেন।বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রোববার থেকে দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলোতে চলছে ভারি বৃষ্টিপাত। পাহাড়ি ঢলে সোমবার রাতে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও বান্দরবানসহ কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।এরই মধ্যে বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে তিন জেলার বিভিন্ন স্থানে পাহাড়ে ধস নামে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই উদ্ধার তৎপরতা চালিয়ে গেলেও এখনও অনেকে নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়া উপজেলার দুটি দুর্গম এলাকায় পাহড়ধসের ঘটনা ঘটায় সেখানে উদ্ধারকর্মীদের পৌঁছাতেও দেরি হয়েছে।সোমবার রাত ও মঙ্গলবার সকালে সদর উপজেলাসহ রাঙামাটির বিভিন্ন এলাকা, বান্দরবান ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড়ধসের এসব ঘটনা ঘটে।পাহাড়ধসে রাঙামাটির বিভিন্ন এলাকায় ১৭ জন, সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় চার সেনাসদস্য, বান্দরবানে চারজন ও চন্দনাইশ উপজেলায় (চট্টগ্রাম জেলা) তিনজন মারা গেছেন। সেনা ক্যাম্পধসে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই পরিবারের আটজন ও বান্দরবানের লেমুঝিরি জেলেপাড়ায় এক পরিবারের দুজন নিখোঁজ রয়েছেন। মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রাঙামাটিতে সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ধসে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে কাপ্তাই উপজেলার তিনজন ও কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একজন রয়েছেন। মানিকছড়িতে পাহাড়ধসে সেনা ক্যাম্প ধসে পড়ে কর্মকর্তাসহ সেনাবাহিনীর চারজন মারা যান। মৃত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন শহীদ তালুকদার আজ বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে পাহাড়ধসে প্রথমে নয়জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়। পরে আরও চারজনের মৃতদেহ আনা হয়।কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ নুর প্রথম আলোকে জানান, কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগদীশ চাকমা জানান, এই ইউনিয়নে পাহাড়ধসে মৃত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক রাশেদুল হাসান জানান, পাহাড়ধসে সেনাবাহিনীর কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে।ভোররাত চারটার দিকে লেমুঝিরি আগাপাড়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় তিন শিশু ভাইবোন মারা গেছে। জেলা শহরের কালাঘাটায় একটি বাসায় পাহাড়ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক কলেজছাত্র মারা গেছেন। লেমুঝিরি জেলেপাড়ায় পাহাড় ধসে নিখোঁজ রয়েছেন মা-মেয়ে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বান্দরবান সদর ইউপির চেয়ারম্যান সাবুখয় মারমা জানান, ভোররাত চারটার দিকে লেমুঝিরি আগাপাড়ায় পাহাড়ধসে একই পরিবারের ঘুমন্ত তিন শিশু মাটি চাপা পড়ে মারা গেছে। তারা হলো মিতু বড়ুয়া (৫), শুভ বড়ুয়া (৪) ও লতা বড়ুয়া (২)।মৃত তিন শিশুর বাবা লাল মোহন বড়ুয়া জানান, ভারী বৃষ্টিতে বেশি পানি জমে যাওয়ায় বাড়ির পাশের নালা পরিষ্কার করার জন্য তাঁরা স্বামী-স্ত্রী বের হয়েছিলেন। সন্তানেরা সবাই ঘুমিয়ে ছিল। এ সময় পাহাড়ধসে চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেছে। এখন পরিবারে তাঁরা স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ নেই।ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, প্রবল বৃষ্টিতে প্রথমে দিবাগত রাত একটার দিকে জেলা শহরের কালাঘাটায় একটি বাসায় পাহাড় ধসে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় কলেজছাত্র রেভা ত্রিপুরা (২২) মাটি চাপা পড়ে মারা যান।মাটিচাপায় আহত ব্যাবিলন চাকমা বলেছেন, এলাকাবাসী তাৎক্ষণিকভাবে এসে তাঁকেসহ বীর বাহাদুর ত্রিপুরা (১৮) ও প্রসেন ত্রিপুরাকে (২৪) মাটি খুঁড়ে উদ্ধার করেন। গুরুতর আহত বীর বাহাদুর ও প্রসেন ত্রিপুরাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর (ব্যাবিলন চাকমা) দুই পা মাটিতে আটকে পড়ে যাওয়ায় তিনিও আহত হয়েছেন।কালাঘাটার ঘটনার এক ঘণ্টা পর লেমুঝিরি জেলেপাড়ায় পাহাড়ধসে মোহাম্মদ আজিজের বাড়ি মাটি চাপা পড়ে যায়। আজিজ কোনো রকমে বাড়ি থেকে বের হতে পারলেও তাঁর স্ত্রী কামরুন্নাহার (৪০) ও মেয়ে সুখিয়া আক্তারকে (১৪) এখনো উদ্ধার করা যায়নি।বান্দরবানের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ঘোষ জানান, কালাঘাটা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লেমুঝিরি জেলেপাড়ায় নিখোঁজ মা-মেয়ের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। ১০ ফুট মাটি সরিয়েও এখনো চাপা পড়া বাড়ি থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় (বান্দরবানসংলগ্ন) ধোপাছড়ি সম্বুনিয়া গ্রামে পাহাড়ধসে তিনজনের মৃত্যু হয়েছে। ভোররাত চারটার দিকে ঘুমন্ত অবস্থায় দাদি মকাং (৫৫) ও নাতি ক্যসা খিয়াং (৭) মারা যায়। এক দিন আগে ওই বাড়িতে বেড়াতে আসা ১৩ বছরের কিশোরী মে¤্রাউ দাদি-নাতির সঙ্গে ঘুমন্ত অবস্থায় পাহাড়ধসে মারা গেছে।নিহত মকাংয়ের ছেলে সাইহ্লাউ (৪০) ও মেয়ে সানুকিয়াংকে (১৮) সংজ্ঞাহীন অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সানুকিয়াং বান্দরবান সরকারি মহিলা কলেজে পড়েন।কুহালং ইউপির সদস্য উসানং খিয়াং তিনজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী গ্রামে পাহাড়ধসে দুই পরিবারের আটজন নিখোঁজ রয়েছেন।
রাজানগর ইউপির চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, প্রবল বর্ষণের কারণে নজরুল ইসলাম ও মোহাম্মদ হোসেনের মাটির ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। সেখানে এখনো চাপা পড়ে আছেন নজরুল, তাঁর স্ত্রী ও দুই সন্তান এবং মোহাম্মদ হোসেন, তাঁর স্ত্রী ও দুই সন্তান।রাঙ্গুনিয়া উপজেলা কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন বলেন, উদ্ধার অভিযান তদারকিতে তিনি ঘটনাস্থলে রয়েছেন।রাঙামাটিতে সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ধসে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে কাপ্তাই উপজেলার তিনজন ও কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একজন রয়েছেন। মানিকছড়িতে পাহাড়ধসে সেনা ক্যাম্প ধসে পড়ে কর্মকর্তাসহ সেনাবাহিনীর চারজন মারা যান। মৃত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন শহীদ তালুকদার আজ বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে পাহাড়ধসে প্রথমে নয়জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়। পরে আরও চারজনের মৃতদেহ আনা হয়।কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ নুর জানান, কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগদীশ চাকমা জানান, এই ইউনিয়নে পাহাড়ধসে মৃত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক রাশেদুল হাসান জানান,পাহাড়ধসে সেনাবাহিনীর কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে।ভোররাত চারটার দিকে লেমুঝিরি আগাপাড়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় তিন শিশু ভাইবোন মারা গেছে। জেলা শহরের কালাঘাটায় একটি বাসায় পাহাড়ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক কলেজছাত্র মারা গেছেন। লেমুঝিরি জেলেপাড়ায় পাহাড় ধসে নিখোঁজ রয়েছেন মা-মেয়ে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বান্দরবান সদর ইউপির চেয়ারম্যান সাবুখয় মারমা জানান, ভোররাত চারটার দিকে লেমুঝিরি আগাপাড়ায় পাহাড়ধসে একই পরিবারের ঘুমন্ত তিন শিশু মাটি চাপা পড়ে মারা গেছে। তারা হলো মিতু বড়ুয়া (৫), শুভ বড়ুয়া (৪) ও লতা বড়ুয়া (২)।মৃত তিন শিশুর বাবা লাল মোহন বড়ুয়া জানান, ভারী বৃষ্টিতে বেশি পানি জমে যাওয়ায় বাড়ির পাশের নালা পরিষ্কার করার জন্য তাঁরা স্বামী-স্ত্রী বের হয়েছিলেন। সন্তানেরা সবাই ঘুমিয়ে ছিল। এ সময় পাহাড়ধসে চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেছে। এখন পরিবারে তাঁরা স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ নেই।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, প্রবল বৃষ্টিতে প্রথমে গতকাল দিবাগত রাত একটার দিকে জেলা শহরের কালাঘাটায় একটি বাসায় পাহাড় ধসে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় কলেজছাত্র রেভা ত্রিপুরা (২২) মাটি চাপা পড়ে মারা যান।মাটিচাপায় আহত ব্যাবিলন চাকমা বলেছেন,এলাকাবাসী তাৎক্ষণিকভাবে এসে তাঁকেসহ বীর বাহাদুর ত্রিপুরা (১৮) ও প্রসেন ত্রিপুরাকে (২৪) মাটি খুঁড়ে উদ্ধার করেন। গুরুতর আহত বীর বাহাদুর ও প্রসেন ত্রিপুরাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর (ব্যাবিলন চাকমা) দুই পা মাটিতে আটকে পড়ে যাওয়ায় তিনিও আহত হয়েছেন।কালাঘাটার ঘটনার এক ঘণ্টা পর লেমুঝিরি জেলেপাড়ায় পাহাড়ধসে মোহাম্মদ আজিজের বাড়ি মাটি চাপা পড়ে যায়। আজিজ কোনো রকমে বাড়ি থেকে বের হতে পারলেও তাঁর স্ত্রী কামরুন্নাহার (৪০) ও মেয়ে সুখিয়া আক্তারকে (১৪) এখনো উদ্ধার করা যায়নি।বান্দরবানের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ঘোষ জানান, কালাঘাটা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লেমুঝিরি জেলেপাড়ায় নিখোঁজ মা-মেয়ের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। ১০ ফুট মাটি সরিয়েও এখনো চাপা পড়া বাড়ি থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় (বান্দরবানসংলগ্ন) ধোপাছড়ি সম্বুনিয়া গ্রামে পাহাড়ধসে তিনজনের মৃত্যু হয়েছে। ভোররাত চারটার দিকে ঘুমন্ত অবস্থায় দাদি মকাং (৫৫) ও নাতি ক্যসা খিয়াং (৭) মারা যায়। এক দিন আগে ওই বাড়িতে বেড়াতে আসা ১৩ বছরের কিশোরী মেম্রাউ দাদি-নাতির সঙ্গে ঘুমন্ত অবস্থায় পাহাড়ধসে মারা গেছে।নিহত মকাংয়ের ছেলে সাইহ্লাউ (৪০) ও মেয়ে সানুকিয়াংকে (১৮) সংজ্ঞাহীন অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সানুকিয়াং বান্দরবান সরকারি মহিলা কলেজে পড়েন।কুহালং ইউপির সদস্য উসানং খিয়াং তিনজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী গ্রামে পাহাড়ধসে দুই পরিবারের আটজন নিখোঁজ রয়েছেন।রাজানগর ইউপির চেয়ারম্যান শামসুল ইসলাম ক বলেন, প্রবল বর্ষণের কারণে নজরুল ইসলাম ও মোহাম্মদ হোসেনের মাটির ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। সেখানে এখনো চাপা পড়ে আছেন নজরুল, তাঁর স্ত্রী ও দুই সন্তান এবং মোহাম্মদ হোসেন, তাঁর স্ত্রী ও দুই সন্তান।রাঙ্গুনিয়া উপজেলা কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন বলেন, উদ্ধার অভিযান তদারকিতে তিনি ঘটনাস্থলে রয়েছেন।এদিকে প্রবল বৃষ্টিতে বান্দরবান জেলার প্রায় ২৫টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে আড়াইশর বেশি পরিবার।
বিকালে ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মানিকছড়ির নিহত সেনাসদস্যদের পরিচয় তুলে ধরেন।তিনি বলেন, দুপুর পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যুর খবর মন্ত্রণালয়ে এসেছে, তাদের মধ্যে ৩৩ জন পাহাড়ে বাসবাসকারী।অনেকেই মাটিচাপা পড়ে আছেন। সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। ১৮টি আশ্রয়কেন্দ্র খুলে চার থেকে সাড়ে ৪ হাজার মানুষকে সেখানে রাখা হয়েছে।নিয়ম ভেঙে পাহাড় কাটা এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমেই হতাহতের ঘটনা ঘটে।২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের সাতটি স্থানে মাটিচাপায় ১২৭ জনের মৃত্যু হয়২০০৮ সালের ১৮ অগাস্ট চট্টগ্রামের লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে চার পরিবারের ১২ জনের মৃত্যু হয়২০১১ সালের ১ জুলাই চট্টগ্রামের টাইগার পাস এলাকার বাটালি হিলের ঢালে পাহাড় ও প্রতিরক্ষা দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়২০১২ সালে ২৬-২৭ জুন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে ৯৪ জনের প্রাণহানি ঘটে২০১৫ সালের ২৬-২৭ জুন টানা বর্ষণ, ধস আর পাহাড়ি ঢলে কক্সবাজারে ১৯ জনের মৃত্যু হয়।রোববার রাত থেকে টানা বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের কয়েকটি স্থানে পাহাড় ধসে এই পর্যন্ত কয়েকজন সেনাসদস্যসহ অর্ধ শতাধিক নিহত হয়েছেন; নিখোঁজ রয়েছেন অনেকে।এই দুর্যোগের মধ্যে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী মায়া বলেন, সেনাবাহিনীরও দুজন নিখোঁজ আছেন, তাদের এখনও উদ্ধার করতে পারিনি। অনেকেই মাটি চাপায় রয়েছেন।সেনাবাহিনী উদ্ধার কাজ করছে। জাতীয় বীর সৈনিক বন্ধুরা উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে দলীয় কর্মীরাও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও বাতাস বইছে বলে পাহাড়ি ওই সব এলাকায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানান মন্ত্রী।১৮টি আশ্রয় কেন্দ্র খোলার তথ্য জানিয়ে তিনি বলেন, “চার থেকে সাড়ে চার হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রেখেছি। আরও উদ্ধার হচ্ছে, তাদের আশ্রয় কেন্দ্রে রাখছি।এদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রে যারা উঠেছেন তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরে না যাবেন, এটা অব্যাহত থাকবে।
আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষদের জন্য তাৎক্ষণিকভাবে ৫০০ মেট্রিক টন চাল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ১২ লাখ টাকাও দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।মন্ত্রী বলেন, খাদ্যের কোনো অভাব নেই, সাহায্য করতে কোনো কৃপণতা নেই। যখন যা প্রয়োজন হবে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা তা দিতে সক্ষম আছি।নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকা ছাড়াও ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে বলে জানান তিনি।পার্বত্যাঞ্চলের সংসদ সদস্যরা এলাকায় চলে গেছেন জানিয়ে মায়া বলেন, আগামীকাল (বুধবার) সকালে সচিবসহ আমরা রাঙামাটিতে যাব, স্বচক্ষে দেখব তাদের কী অবস্থা। কীভাবে ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের সহযোগিতা করতে পারি আমরা তা করবআপনাদের এইটুকু নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খবর নিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, সেই মোতাবেক কাজ চলছে, একটি মানুষেরও যেন ক্ষতি না হয়।বর্ষায় পাহাড় ধসের ঘটনা আগেও ঘটায় সতর্কতামূলক পদেক্ষেপ নেওয়ায় কোনো ঘাটতি ছিল কি না- সেই প্রশ্ন করা হয় মন্ত্রীকে।মায়া বলেন, যারা দায়িত্বশীল, আমাদের মেয়র মহোদয়রা, কমিশনাররা তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। ঠিক তেমনি আমাদের নির্দেশনা থাকে, যখন তিন নম্বর সিগনাল থাকে তখন প্রত্যেক জেলা প্রশাসককে বলে দেওয়া হয় রাতেই ব্যবস্থা নেওয়ার জন্য। স্বেচ্ছাসেবক ও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, উদ্ধারকাজে, বিশেষ করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসকে নক করে রাখা, সঙ্গে সঙ্গে চলে যাওয়ার জন্য।পাহাড়ের পাদদেশ বসবাসকারীদের আগে থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা দেখা যায়নি কেন- এ প্রশ্নে মায়া বলেন, এটা অব্যাহত ছিল। এটা এমন একটা অবস্থা যে ইচ্ছে করলেই কিন্তু সরিয়ে নেওয়া যায় না। বললেই হয় না, রিমোট কন্ট্রোল না যে চলে গেল।আপনি বলতে পারেন না যে বৃষ্টি হঠাৎ করে এত ‘ডিগ্রি’ বেড়ে যাবে। পাহাড়ি অঞ্চলের মানুষ অভ্যস্ত। বার বার তাদের সতর্ক করা হয়, মাইকিং করা হয়। অনেকে (আশ্রয় কেন্দ্রে) চলে আসেন, অনেকে আসতে চান না, জোর করে আনতে হয়।দুই দিন ধরে মাইকিং করা হচ্ছে, নইলে সাড়ে চার হাজার মানুষ কীভাবে আসল? বলেন মায়া।