বিএনপিকে ধর্মীয় অনুষ্ঠানও করতে দিচ্ছে না সরকার

0
193

বিএনপিকে সরকার ধর্মীয় আচার-অনুষ্ঠানও করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।রিজভীর অভিযোগ,দেশের বিভিন্ন জায়গায় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের অনুমতি দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে।অভিযোগের পক্ষে প্রমাণ দিতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, গত বৃহস্পতিবার নরসিংদীর পলাশে বিএনপির ইফতার মাহফিলের জন্য প্যান্ডেল তৈরি করার সময় ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়।ঢাকার দোহারে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল পন্ড করে দেয় পুলিশ। মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল পন্ড করে দেয় পুলিশ। টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত আজকের ইফতার মাহফিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। এর আগে ভোলার তজুমুদ্দিনে বিএনপির ইফতার মাহফিলে বাধা দিয়ে তা পন্ড করে দেয় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার বাগেরহাটের ফকিরহাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোদাচ্ছেরসহ ছয়জনকে ইফতার মাহফিলে যোগ দিতে যাবার সময় পুলিশ গ্রেপ্তার করে। নাটোর জেলা বিএনপিকে ইফতার মাহফিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

রিজভী অভিযোগ করেন,গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তিনটি মাইক্রোবাস নিয়ে বাড়ী ঘেরাও করে নরসিংদী জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ও তাঁর খালাতো ভাই ওয়াজিউল্লাহকে তুলে নিয়ে যায়। এর পর থেকে কোথাও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ও ডিবি পুলিশ তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করছে না। তিনি এই দুজনকে জনসম্মুখে হাজির ও তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।যারা বিরোধী দলের নেতা-কর্মীদের ‘নিপীড়ন-নির্যাতন করছে’, তাদের তালিকা করার কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আমি আবারও তাদের বলতে চাই, আপনারা থামেন। আপনারা মনে করছেন, ঝড় হচ্ছে আর দেশবাসী, জনগণ, বিরোধী দল উটপাখির মতো বালির মধ্যে মাথা গুঁজে বসে আছে- তা নয়। আপনাদের কালো তালিকা রচিত হচ্ছে। যারা অন্যায় করছেন, অত্যাচার করছেন- আপনারা কেউ পার পাবেন না।রিজভী বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই তিনি বিচারবহির্ভূত হত্যা আর গুমের খবর পান।

সারাদেশে বিরোধী দলের ইফতার অনুষ্ঠানও এখন পুলিশ পন্ড করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।সরকারকে তিনি হুঁশিয়ার করেন, একদিন এই অন্যায়ের, এই অবিচারের, এই ঘৃণ্য মানববিধ্বংসী কাজের হিসাব আপনাদেরকে দিতে হবে। আপনারা জঘন্য মানবতাবিরোধী কাজ করছেন এজন্য বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে।নরসিংদীর পলাশ, ঢাকার দোহার, মাদারীপুরের শিবচরে শুক্রবার স্থানীয় বিএনপির ইফতার অনুষ্ঠান পন্ড করে দেওয়ার অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী।তিনি বলেন, রমজান মাসে বিরোধী দলের ধর্মীয় অনুষ্ঠান করার অধিকারও তারা রাখছে না। ধারালো খড়্গ উদ্যত করছে, পন্ড করছে, আক্রমণ করছে, আঘাত করছে, রক্ত ঝরাচ্ছে।শুধু তাই নয়, তারা পরে উল্টো বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করছে, নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে তা-ব চালাচ্ছে পুলিশ ও শাসক দলের ক্যাডাররা। এখন পুলিশ ক্ষমতাসীন দলের সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। পুলিশ ও আওয়ামী লীগ এখন একাকার।

বিচার বহির্ভূতভাবে সাধারণ মানুষকে হত্যার’ পর ‘ডাকাত কিংবা সন্ত্রাসী বানিয়ে বন্দুকযুদ্ধের নাটক বানানো হচ্ছে’ বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। এর পেছনে আবার আর্থিক লেনদেনও খাকে। কোনো একজন ব্যবসায়ীকে বলা হলে টাকা দেওয়া না হলে বন্দুকযুদ্ধে মেরে ফেলা হবে। যখন দিতে পারছে না, তখন ক্রসফায়ার দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ডাকাতির মামলা দেওয়া হচ্ছে।রিজভী বলেন, বন্দুকযুদ্ধের নাটক এতো বেশি মঞ্চস্থ হয়েছে যে, জনগণ এখন আর তা বিশ্বাস করে না।জনগন মনে করে, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার জন্য বন্দুকযুদ্ধের এই নাটক প্রচার করা হয়। আমি এই গুম-খুন-হত্যা ও পুলিশের মামলা দিয়ে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান নাহিদ ও তার খালাতো ভাই ওয়াজিউল্লাহ লালকে বৃহস্পতিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। শনিবারও তাদের সন্ধান না পাওয়ার কথা জানিয়ে অবিলম্বে তাদের জনসম্মুখে হাজির করার দাবি জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুল আলম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।