গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি বৃহষ্পতিবার মারা গেছে। তার নাম কামাল হোসেন জুয়েল (৪০)। সে পিরোজপুরের কাউখালী থানার কাউখালী উত্তরবাজার এলাকার পুলিশের সাবেক এএসপি মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে ।
কাশিমপুর কেন্দ্রিয় কারাগার, পার্ট-২ এর জেলার আনোয়ার হোসেন জানান, ২০০৮ সালের নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন জুয়েল (৪০) গত বছরের ২৫ মার্চ থেকে এ কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার ভোরে সেহেরী খাওয়ার পর হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করেন। অসুস্থ্য অবস্থায় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভোর ৫টা দিকে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।