বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেছেন, এবারের ঈদেও মহাসড়কের যানজট নিরসন ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার সদস্যরা স্বতন্ত্রবাহিনী হিসেবে কাজ করবে। এজন্য এ বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। এছাড়াও সরকার প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করতে আনসার বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতীতের প্রতিটি ঈদ, পূজাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কাজে এ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছে। প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আহবান জানান।
তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুুরস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-৩য় ধাপ) এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে তিনি প্যারেড পরিদর্শণ ও সালাম গ্রহন করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নুরুল আলম এনডিসি, পিএসসি, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মহিউদ্দীন জাবেদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক (অপারেশন) দীলিপ কুমার বিশ্বাস, উপ-মহাপরিচালক ভারপ্রাপ্ত (একাডেমী) সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ বাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহন শেষে সমাপনী কুচকাওয়াজে ১৪৬০ জন আনসার সদস্য অংশগ্রহন করেন। অনুষ্ঠানে কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠাণে বিভিন্ন কসরত প্রদর্শণ করা হয়।