গাজীপুরের টঙ্গী হতে সন্ত্রাসী রাজীব চৌধূরী বাপ্পীকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তলসহ ৪ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার নোয়াগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে।
র্যাব-১ এর সিনিঃ সহকারী পরিচালক(মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গাজীপুরের টঙ্গী এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে সোমবার রাতে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছিল। এ গোপন সংবাদ পেয়ে মেজর ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে র্যাব-১ এর একটি দল টঙ্গীর পূর্ব আরিচপুর কাজী নজরুল ইসলাম রোডে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যরা রাজীব চৌধূরী বাপ্পীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তলসহ ৪ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত সন্ত্রাসী। বাপ্পী ও দলের সদস্যরা অস্ত্রের মুখে চাঁদাবাজীসহ মানুষকে জিম্মি করে রাখাসহ নানা সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। সে টঙ্গী এলাকার চিহ্নিত সন্ত্রাসী সজীব চৌধুরী পাপ্পুর বড় ভাই। ওই দু’সহোদর ভাই দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকায় বড় বড় অপকর্ম ও নিয়ন্ত্রণ করে আসছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।