যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অন-ডিমান্ড রাইড সার্ভিস উবারের প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকের মা নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এতে তার বাবা গুরুতর আহত হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ ও কোম্পানির এক কর্মকর্তা একথা বলেন।
ফ্রেন্সো কাউন্টির শেরিফ-কোরোনারের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে শুক্রবার বনি কালানিক (৭১) ও তার পরিবারকে বহনকারী নৌকাটির সঙ্গে একটি বড় পাথরের সজোরে ধাক্কা লাগলে তিনি প্রাণ হারান। ক্যালিফোর্ণিয়ার মধ্যাঞ্চলীয় নগরী ফ্রেসনোর কাছে পাইন ফ্লাট লেকে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
উবারের এক প্রতিনিধি এক বিবৃতিতে বলেন, ‘গতরাতে ট্রাভিস ও তার পরিবার একটি অবর্ণনীয় মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছেন। ফ্রেসনোর কাছে একটি ভয়াবহ নৌদুর্ঘটনা ঘটে। এতে তার মা মারা গেছেন এবং তার বাবা গুরুতর আহত হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘ট্রাভিস ও তার পরিবারের সদস্যদের এই দুঃসময়ে আমরা তাদের জন্য প্রার্থনা করছি।’
কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠায়। উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হ্রদের তীরে কালানিকের বাবা-মাকে খুঁজে পায়।