ভোটের স্বার্থে ধর্মের অপব্যবহার করছে সরকার: ড. কামাল

0
137

ভোটের স্বার্থে এখন সস্তাভাবে ধর্মকে অপব্যবহার করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন। তিনি এর তীব্র নিন্দা জানান।শনিবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক মোজাফ্ফর আহমদের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মোজাফ্ফর আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন অধ্যাপক রওনক জাহান, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমদের জামাতা মির্জা হাসান প্রমুখ। স্মরণসভায় ড. কামাল হোসেন বলেন, ১৯৭১ সালে ধর্মের নামে গণহত্যা, ধর্ষণ ও লাখ লাখ মানুষকে পঙ্গু করা হয়েছিল। এই ধর্মকে রাজনীতি থেকে সরানোর জন্য সংবিধানে অসাম্প্রদায়িকতার কথা লেখা হয়েছিল। কিন্তু আজ ধর্মকে অপব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

সভা শেষে ধর্মের অপব্যবহার প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, আজ যারা ধর্মের দোহাই দেয়, তাদের মূল্যায়নের জন্য একাত্তরের কথা মনে রাখতে হবে। একাত্তরে ধর্মের দোহাই দিয়ে যারা গণহত্যা করেছে, তারা কী ধর্মের ছিল? তারা কি ইসলাম বিশ্বাস করত? সেগুলো মনে রাখতে হবে।’সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, এ নিয়ে এখন কিছু বলতে চাই না। আইনজীবীদের একটি সম্মেলন হবে। সেখানে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হবে। তবে পেছনের যে চেষ্টা, আমি মনে করি, আমাদের দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করা…কোনো বিষয় নিয়ে বিভক্তি সৃষ্টি করা উচিত নয়। হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের বিষয়ে রাজনীতিতে বৈরী আওয়ামী লীগ ও বিএনপি একই সুরে কথা বললেও এর প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি, সংস্কৃতিসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। এর মধ্য দিয়ে মৌলবাদী শক্তিকে আরও প্রশ্রয় দেওয়া হয়েছে এবং তারা এখন রাজনৈতিক ইস্যু তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

ওই ভাস্কর্যটি সরিয়ে নিতে হেফাজতের দাবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সায় দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ জোট শরিক জাসদ যে প্রতিক্রিয়া জানিয়েছিল, তা থেকে সরে এসেছে দলটি। তবে সরকারের আরেক শরিক ওয়ার্কার্স পার্টি তীব্র প্রতিবাদ জানিয়ে একে হেফাজতসহ মৌলবাদীদের কাছে ‘নির্লজ্জ আত্মসমর্পণ’ বলছে।প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদসহ বামপন্থি দলগুলো। বিক্ষোভ করেছেন গণজাগরণ মঞ্চ এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রীসহ বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রতিবাদে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ।সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রতিবাদে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ।ভাস্কর্য অপসারণের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় লেখক, অধ্যাপক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও অধিকার কর্মীরা।অবিলম্বে ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্যটি প্রতিস্থাপনের জন্য সরকার ও সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছেন তারা।সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি সরানো হয়বৃহস্পতিবার মধ্যরাতে ।

কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের উদ্যোগে ভাস্কর্যটি স্থাপনের পর তা অপসারণের দাবিতে আন্দোলনে নামে হেফাজতে ইসলাম। গত ১১ এপ্রিল গণভবনে হেফাজত আমির শাহ আহমদ শফীসহ একদল ওলামার সঙ্গে বৈঠকে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ভাস্কর্য অপসারণে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্যুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সুপ্রিম কোর্টের প্রবেশ পথে ফোয়ারার সামনে এখন আর নেই ভাস্কর্যটি। ইসলামী সংগঠনগুলোর দাবির মুখে বৃহস্পতিবার রাতে তা সরিয়ে নেওয়া হয়।সুপ্রিম কোর্টের প্রবেশ পথে ফোয়ারার সামনে এখন আর নেই ভাস্কর্যটি। ইসলামী সংগঠনগুলোর দাবির মুখে বৃহস্পতিবার রাতে তা সরিয়ে নেওয়া হয়। সে সময় প্রধানমন্ত্রীর ঘোষণার সমালোচনা করে জাসদ নেতারা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের আদর্শচ্যুতির শঙ্কা প্রকাশ করে।তবে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সুপ্রিম কোর্টের প্রাঙ্গণটি প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত এলাকা। ভাস্কর্য অপসারণ নিয়ে সরকারের করার কিছুই নেই।এই বক্তব্যই দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।কাদের বলেন,গ্রিক দেবীর মূর্তি অপসারণের ক্ষমতা সরকারের কোনো এখতিয়ারে নেই। মূর্তি সরানো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।সিপিবি ও বাসদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হেফাজতসহ অন্যান্য সাম্প্রদায়িক শক্তির তথাকথিত আন্দোলনের হুমকিতে ভীত হয়ে সরকার হাই কোর্টের সামনে স্থাপিত ভাস্কার্য অপসারণ করেছে, যা বর্তমান সরকারের সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকারের নিদর্শন।