কবি নজরুল বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান, শবেকদর, জামাতুল বিদা ও ঈদ-উল- ফিতর উপলক্ষে আগামী ৪/৬/২০১৭ তারিখ রবিবার থেকে ছুটি ঘোষনা করা হয়েছে । বিশ্ববিদ্যালয় ভিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় রেজিস্টার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪-০৬-১৭ থেকে ৯-০৭-১৭ পর্যন্ত ক্লাস এবং ২৫-০৬-১৭ থেকে ৯-০৭-১৭ পর্যন্ত অফিস বন্ধ থাকবে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী ২৮-০৫-১৭ থেকে ক্লাস ও ১৮-০৬-১৭ থেকে অফিস আগামী ২-০৭-১৭ পর্যন্ত বন্ধ হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের দূর দূরান্ত থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা – কর্মচারীদের দূর্ভোগ ও নির্বিঘ্নে চলাফেরার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষিক সমিতিও সম্মতি প্রদান করেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইয়াছির আরাফাত