র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এর সদস্যরা অভিযান চালিয়ে নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্রসহ সংঘবদ্ধ প্রতারক-ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। আজ শনিবার র্যাব-১৩’র অধিনায়ক কমান্ডার এ টি এম আতিক উল্লাহ তার অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ জানান, গতকাল শুত্রবার দিনভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তিনি জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন স্থানে অভিযানকালে ছোট রাউতা সাহাপাড়া এলাকার মৃত অনিল চন্দ্র সাহার পুত্র অনুপ কুমার সাহা (৩৫), বসতপাড়া পূর্ব চিকনমাটি এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র আবুল কালাম আজাদ (৪৪) ও দক্ষিন আমবাড়ী এলাকার সোহরাব হোসেনের পুত্র সাইফুল ইসলাম (১৮) কে মাদকদ্রব্য, ছিনতাই ও প্রতারনার মাধ্যমে আদায়কৃত নগদ ৪৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যর ভিত্তিতে তাদের হেফাজতে থাকা ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ২টি দেশীয় ওয়ান স্যুটার গান, ২ টি দেশীয় ধারালো অস্ত্র, ৩৫ বোতল ফেন্সিডিল, ১১টি মোবাইল ফোন, ১৯টি মোবাইলের সিম কার্ড, ১টি সিপিইউ এবং ২টি কালার মনিটর উদ্ধার করা হয়। আতিক উল্লাহ আরো জানান, এই সংঘবদ্ধ চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোনে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এছাড়া তারা লোকজনকে জিম্মি করাসহ ছিনতাই ও মাদক ব্যবসার সাথেও জড়িত। তাদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা রয়েছে। প্রেস ব্রিফিং এ র্যাব-১৩ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।