ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনে পরিবর্তনের সূচনা হয়েছে। যত দিন যাবে এ পরিবর্তন আরও দৃশ্যমান হবে।তিনি বলেন, বিগত দুই বছরে নগরীতে যে কাজ হয়েছে, তা ১০ বছরেও করা সম্ভব নয়। নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও কার্যক্রমের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এগিয়ে যাচ্ছে। যত দিন যাবে এ পরিবর্তন আরও দৃশ্যমান হবে। আমার মেয়াদের মধ্যেই ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।নগর ভবনে শনিবার মেয়র পদে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল ও সচিব খান মো. রেজাউল করিমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, বিভিন্ন মহল থেকে নানাবিধ হুমকি-ধমকি সত্ত্বেও নাগরিকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ফুটপাতে চলাচলের জন্য গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।নগরীতে অত্যাধুনিক এলইডি বাতি লাগানোর প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী জুন-জুলাই মাসের মধ্যে পুরো নগরীতে ৩৭ হাজার ২শ’টি বাতি লাগানোর কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে এ প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ অর্থাৎ প্রায় ২৫ হাজার বাতি লাগানো সম্পন্ন করেছি। নগর ভবনেই এটির কন্ট্রোল রুম স্থাপন করা হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল রুম থেকেই নগরীর যেকোন স্থানের বাতি জ্বালানো, নেভানো, আলোর পরিমাণ কমানো, বাড়ানো এমনকি কোন স্থানের বাতি নষ্ট তা নিয়ন্ত্রন করতে পারবেন।সাঈদ খোকন বলেন, নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে একযোগে নগরীর ৩শ’টি সড়ক নির্মাণ, উন্নয়ন ও সংস্কার করা হয়েছে। এ পর্যন্ত ২১৪ দশমিক ৭২ কিলোমিটার রাস্তা, ৪৭ দশমিক ৩৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২৩৯ দশমিক ১৫ কিলোমিটার নর্দমা নির্মাণ, ১৩৫ কিলোমিটার সড়ক নির্মাণ এবং ১৪০ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। ৩১০ কিলোমিটার পরিস্কার করা হয়েছে।
তিনি বলেন, মাত্র ৭ ঘন্টায় ১ কিলোমিটার সড়ক নির্মাণে সক্ষম এমন অত্যাধুনিক কোল্ড মিলিং মেশিন সংগ্রহ করা হয়েছে। এরফলে পুরনো সড়কের ম্যাটেরিয়াল ব্যবহার করেই নতুন সড়ক নির্মাণ সম্ভব। এতে ব্যয়ও ৪০ শতাংশ সাশ্রয়ী হয়। মাত্র ৩ ঘন্টায় ১ কিলোমিটার সড়ক মার্কিং করতে সক্ষম এমন রোড মার্কার মেশিন সংগ্রহ করা হয়েছে। এছাড়া নর্দমা পরিস্কারের লক্ষ্যে ৩টি সাকার মেশিন সংগ্রহের কাজ চূড়ান্ত হয়েছে।এছাড়া, মেগা প্রকল্পের আওতায় ২টি অত্যাধুনিক পশু জবাইখানা নির্মাণসহ শিশু পার্ক, যাত্রী ছাউনি, বাস-বে নির্মাণ, স্বচ্ছ পুলিশ বক্স স্থাপন, সড়কে সুপেয় পানি পানের জন্য আধুনিক ও দৃষ্টিনন্দন ওয়াটার ফাউন্টেন নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, সিসি ক্যামেরা বসানো ইত্যাদি কার্যক্রম বাস্তবায়িত হবে বলে মেয়র জানান।এ পর্যন্ত প্রায় ৩০ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকাকে সবুজ বৃক্ষশোভিত তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৩টি স্থাপত্য প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রায় ১শ’ জন স্থপতিবিদকে নিয়ে ৩১টি খেলার মাঠ ও পার্ক ঢেলে সাজানোর লক্ষ্যে জলসবুজে ঢাকা প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সাঈদ খোকন বলেন, পরিবহন খাতে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ পর্যন্ত ৯৭টি যানবাহন ডাম্পিং, লাইসেন্স না থাকা ও বিভিন্ন অভিযোগে ৮১ জন চালককে কারাদন্ড প্রদান, ১২ হাজার ৩০টি মামলা দায়ের এবং প্রায় ৩০ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে ।বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে ৫টি এসটিএস নির্মাণ করে উদ্বোধন করা হয়েছে। ২৩টি এসটিএস স্থাপনের কাজ চলমান রয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণকল্পে ৮১ একর ভূমি অধিগ্রহণ করার কার্যক্রম চলমান রয়েছে।