বিচার না পেয়ে গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে পিতা কন্যার আত্মহত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামী শাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে বুধবার ভোর রাতে এজাহারভুক্ত আসামি শাহিদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সে বর্তমানে শ্রীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তীতে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
শনিবার (২৯ এপ্রিল) সকালে শ্রীপুর রেলস্টেশন থেকে কিছুটা দূরে রেললাইন থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ফারুক নামের স্থানীয় এক বখাটে হযরত আলীর মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী শিশু আয়েশাকে একাধিকবার শ্লীলতাহানির চেষ্টা করে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের কাছে ঘটনার বিচার চাইতে গিয়ে পাননি। তিনি তা ধামাচাপা দেন। পরে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। এই ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশের পর সারাদেশের মানুষকে স্তব্ধ করে দেয়। এরই মধ্যে ইউপি সদস্য আবুল হোসেনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।