১৬ মে ঢাকায় রিচার্ড মার্কস এর কনসার্ট

0
0

৮০ দশকের শেষ থেকে শুরু করে প্রায় নব্বই দশকের পুরোটা মাতিয়েছেন রিচার্ড মার্কস। এখনও তিনি সরাবিশ্বে সমান জনপ্রিয় তার গান ও স্টেজ পারফর্মেন্স দিয়ে। সেই ধারাবাহিকতায় এবারই প্রথম তিনি বাংলাদেশের শ্রোতা-দর্শকদের সামনে গাইবেন। ১৬ মে তাকে ঘিরে আয়োজন হচ্ছে বড়সড় এক সংগীত উৎসবের। অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

আর এটি আয়োজন করছে ঢাকার প্রতিষ্ঠান ক্রেইনস। ক্রেইনস লিমিটেডের চিফ অপারের্টিং অফিসার কাজী ফয়সাল আহমেদ জানান, কনসার্টের টিকেট প্রকাশ করা হবে মে মাসের প্রথম সপ্তাহে। আর এটির সর্বনিম্ন মূল্য ৩ হাজার এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা। এরমধ্যে ২০ হাজার টাকা মূল্যের টিকিট নিয়ে যারা কনসার্ট উপভোগ করবেন তারা রিচার্ড মার্কস-এর সঙ্গে দেখাও করতে পারবেন। ফয়সাল আরও জানান, রিচার্ড মার্কস ও তার দল ১৫ মে ঢাকায় নামবেন। ১৬ মে কনসার্ট শেষ করে ঢাকা ছাড়বেন ১৭ মে। আয়োজকরা ছাড়াও রিচার্ড মার্কস নিজের অফিশিয়াল ওয়েবসাইটে বাংলাদেশে আসার বিষয়টি তার ভক্তদের অবহিত করেছেন। রিচার্ড মার্কস-এর সুপারহিট গানের তালিকায় রয়েছে- রাইট হিয়ার ওয়েটিং ফর ইউ, ইন্ডলেস সামার নাইট, হ্যাজার্ড, হোল্ড অন টু দ্য নাইট, স্যাটিসফায়েড, নাউ অ্যান্ড ফরএভার প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here