রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অফিসার্স মেসের একটি কক্ষে সহকারী পুলিশ কমিশনার সাব্বির আহমেদ সরফরাজের লাশ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে সাংবাদিকদের অফিসার্স মেসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। যে কক্ষে তাঁর মৃতদেহ রয়েছে, সেই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। তিনি জানালার গ্রিলে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন।’
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ৩১তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা সাব্বির আহমেদ সরফরাজ নগরীর রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। তিনি রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার এম ওবায়দুল্লাহর ছেলে।
ইফতে খায়ের আলম আরো জানান, রাতে তদারকি ডিউটি শেষে ভোরে সরফরাজ অফিসার্স মেসে ফেরেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁর আত্মহত্যার খবর জানাজানি হয়। তাঁর চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আর স্ত্রী সন্তানসম্ভবা বলে জানা গেছে।