অস্ট্রেলিয়ান দূতাবাসে হুমকি: তৌসিফ ৩ দিনের রিমান্ডে

0
237

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসে হুমকি দেয়ার ঘটনায় গুলশান থানায় তথ্যপ্রযুক্তি ও পেনালকোড আইনে দায়ের করা মামলায় হুমকিদাতা তৌসিফ হোসেনকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।শুক্রবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকতা এসআই আসাদুজ্জামান। শুনানি শেষে মহানগর হাকিম ওয়ায়েজকুরনি খান চৌধুরী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী থেকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তৌসিফ হোসেনকে আটক করে।উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) একটি অজ্ঞাত ই-মেইল থেকে পাঠানো বার্তায় ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।ওই ই-মেইল বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।
মহানগর পুলিশের উপ-কমিশনার মো.মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে রামপুরার বনশ্রী এলাকা থেকে তৌসিফ হোসেন সীমান্ত নামে ২৮ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেন কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা।হুমকি পাওয়ার ঘটনায় গত ২৫ এপ্রিল গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করে অস্ট্রেলিয়া হাই কমিশন কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ওইদিন সকালে হাই কমিশনে একটি ই মেইল আসে। টাকা না পেলে বোমা মেরে হাই কমিশন উড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্মীদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক সে সময় জানিয়েছিলেন, হুমকিদাতা মুন্না এন্টারপ্রাইজের নামে জনতা ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা করতে বলে। একটি টেলিফোন নম্বর দেওয়া হলেও তাদের বিষয়ে কোনো খোঁজ-খবর করতে নিষেধ করা হয় ই মেইলে।তৌসিফ হোসেন সীমান্তকে গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মাসুদুর রহমান জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here