দুর্নীতির দায়ে রেলের সাবেক জিএম-এর ৪ বছর কারাদন্ড

0
229

রেলের জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম আদালত রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ দুই জনকে চার বছরের কারাদন্ড প্রদান করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিন আজ এই রায় দেন। এই সঙ্গে আদালত দন্ড প্রাপ্তদের প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাস কারাদন্ডের রায় দেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) পাঁচ বছর আগে রেলের জনবল নিয়োগে দুর্নীতি কেলেংকারির ঘটনা তদন্ত শেষে রেলের পূর্বাঞ্চলের জোনাল মহাব্যবস্থাপক মৃধা ও বরখাস্ত সিনিয়র ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া, বরখাস্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেকানিকেল) হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ২০১৪ সালের ১২ এপ্রিলে বিপুল পরিমান টাকা গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় রেলের তৎকালীন মহাব্যস্থাপক মৃধা ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিবকে নাটকীয়ভাবে আটক করে পুলিশ এবং এই কেলেংকারির ঘটানায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেয়ার তথ্য বেরিয়ে আসে।দুদকের আইনজীবী মেজবাউদ্দিন চৌধুরী বলেন, এছাড়া দুটি পদে পাঁচ জন প্রার্থীর নিয়োগ দেওয়ায় এর আগে তাদের অভিযুক্ত করা হয়, কিন্তু আদালত তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেন।মৃধাকে ২০১৪ সালের ৩ মার্চ বরখাস্তের পর জেলে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here