কুষ্টিয়ায় এমআরএস কারখানায় আগুন,২ শ্রমিক নিহত

0
263

কুষ্টিয়ায় বিসিক শিল্প নগরীতে বিআরবির সহযোগি প্রতিষ্ঠান এমআরএস এ একটি কারখানায় গ্যাসের বয়লার বিস্ফোরণে আগুন লেগে দুই শ্রমিক মারা যায় তিন জন আহত হয়েছেন বলে জানা জায়। সোমবার দুপুর ১২ টার দিকে ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন-ওই কারখানার শ্রমিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দলবাড়িয়া গ্রামের মীর মকসেদুল হকের ছেলে এসএম রশিদ (৫০) ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল (৪০)। আহতরা হচ্ছেন- কুমারখালী ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন, কারখানার শ্রমিক ওমর ফারুক ও শামসুল হক। আহত তিনজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে কেন এবং কিভাবে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটলো এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়।আহত তিন জনের মধ্যে দেলোয়ার হোসেন ও ওমর ফারুকের অবস্থা ভালো না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here