জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দ্বিতীয় মেয়াদে অধ্যাপক নোমান উর রশীদ যোগদান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুমোদনক্রমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ কর্তৃক পুনরায় নিয়োগ লাভ করে গত ২১ এপ্রিল পূর্বাহ্নে ট্রেজারার পদে যোগদান করেন। তিনি পুনঃনিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অধ্যাপক নোমান উর রশীদ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও এটিকে কাঙ্খিত লক্ষ্যে উন্নীত করে মান-সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে অধ্যাপক নোমান উর রশীদ ২০০৯ সালে প্রথমবারের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিযুক্ত হন। এরপর দুই মেয়াদে মহাপরিচালক পদে সফলভাবে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে প্রথম দফায় যোগদান করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।