গাছে গাছে শোভা পাচ্ছে বাহারী আম কড়ালী, তানোরে আমের বাম্পার ফলনের সম্ভবনা

0
311

রাজশাহীর তানোরে গাছে গাছে শোভা পাচ্ছে বড় আকার ধারণ করা বিভিন্ন জাতের আম কড়ালী। এবার আবহাওয়া প্রতিকুল অবস্থা বিরাজ করলে আমের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। ফলে চলতি মৌসুমে আমের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে এলাকার চাষিরা।
এক সময় এ অঞ্চলের মানুষকে চাপাইনবাবগঞ্জ জেলার আমের উপর নির্ভরশীল থাকতে হতো। এখন আর সেদিন নেই। তানোরে প্রচুর পরিমাণ আম উৎপাদন হচ্ছে। এতে করে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশে বিদেশের বিভিন্ন বাজারে সরবারহ করা হচ্ছে। আর বরেন্দ্র অঞ্চলের লাল ইটেল মাঠির আম অনেক সুস্বাধু। এর কারণে দেশে বিদেশে এর চাহিদা অনেক বেশী। তবে আমবাগানীদের অভিযোগ তানোরে আম হিমাগার না থাকার কারণে তারা আমের নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানের উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা তাদের বাড়ীর নিকটে ও বিভিন্ন পতিত পড়ে থাকা জমিতে প্রচুর আম বাগান রোপন করেছে। এমনকি লক্ষ্য করা গেছে ফসলী জমির আইলে পর্যন্ত আমের চারা রোপন করেছে। এতে করে ৫ বছর পূর্বে থেকে এ এলাকার আম চাষিরা এ অঞ্চলের চাহিদা মিয়ে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে লাভবান হচ্ছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকালে ফলন ভালো হবে চাষিরা আশা করছেন। ইতিমধে উৎপাদনকৃত আমে কড়ালী গুড়িগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে আচার, আমের কড়ালী জুস, তৈরীর জন্য স্থানীয় ব্যবসায়ীরা ঢাকাসহ সারাদেশে সরবরাহ করছে। আর ছোট ছোট গুটিগুলো বড় আকার ধারণ করে গাছে গাছে শোভা পাচ্ছে। আম চাষিরা মনে করছেন প্রকৃতি বিপর্জয় না ঘটলে আমের বাম্পার ফলনে আশাবাদী তারা।
কৃষ্ণপুর গ্রামের মাস্টার মতিউর রহমান বলেন, মাত্র কয়েক বছর আগে আমরা চাপাইনবাবগঞ্জ জেলা থেকে আম ক্রয় করে বাড়ীতে খাবারের জন্য নিয়ে আসতাম। কিন্তু এখন আমার বাড়ীর আশ পাশে ও পতিত জমিতে প্রায় ৫০-৬০ টি ল্যাংড়া, খিসরাপাত, গোপালভোগসহ বিভিন্ন প্রজাতির আমগাছ রোপন করেছি। এ বছর শিলাবৃষ্টি, ঝড় না হওয়ায় প্রত্যেক গাছে কমবেশি আম এসেছে। তিনি আরো বলেন, ঝড়ে ক্ষতি না হলে আর ৪০-৫০ দিনের মধ্যে আম পেকে যাবে। আর সেই আম পরিবারিক চাহিদার মিটানোর পর প্রায় লক্ষাধিক টাকার বাজারজাত করতে পারবো বলে আশা করছি।
চিমনা গ্রামের ইব্রাহিম হোসেন বলেন, আমার প্রায় ৮০টি নানা প্রজাতির আম গাছ আছে। গাছে মুকুল আসার পর হতে বিভিন্ন ঔষধ নিয়মিত ¯েপ্র করে আমের গুটি বড় হয়েছে। প্রকৃতি বিরূপ না হলে ভাল লাভ হবে বলে মনে করছে তিনি।
ইলামদহী বাজারের আম আড়ৎ মালিক আজিজুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার আমের মুকুল ও গুটি হওয়াকালীন প্রাকৃতিক দূর্য্যগে ক্ষতিকারক তেমন কোন ঝড়বৃষ্টি হয়নি। ফলে এ পর্যন্ত আম বাগানগুলোতে ভাল ফলন হবে বলে আশা করা যাচ্ছে। শেষ অবস্থা পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে আম চাষিরা ভাল মুনাফা পাবে এবং আমাদের ব্যবসাও ভাল হবে বলে আশা করেন তিনি।

এ বিষয়ে তানোর উপজেলার কৃষি অফিসার শফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনের ঝড়ো হাওয়াতে আম বাগানীদের তেমন কোন ক্ষতি হয়নি, বাগানের আমগুলো তেমন ঝড়ে পড়েনি, বাগান গুলোর গাছে গাছে প্রচুর পরিমানে গুটি ধরে আছে, আম রক্ষায় উপ-সহকারী কৃষি অফিসারদের পরামর্শে সঠিক সময়ে ঔষধ প্রয়োগ করেছে বাগানীরা, বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।

সাইদ সাজু তানোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here