খেতাবপ্রাপ্ত ১২ মুক্তিযোদ্ধার পরিবার পেল আর্থিক অনুদান

0
352

বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে নিজের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২ জনকে তিন লাখ করে টাকার চেক হস্তান্তর করেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মোছাম্মৎ মালেকা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মা মোছাম্মত ফজিলা খাতুন, বীর উত্তম শাহ আলমের স্ত্রী ফাতেমা খাতুন, বীর উত্তম আব্দুস সাত্তার ছিলেন চেক গ্রহণকারীদের মধ্যে।এছাড়া বীর বিক্রম আবুল বাশারের ছেলে মহিন উদ্দিন, বীর বিক্রম জগৎ জ্যোতি দাসের বোন ফুলু রানী রায়, বীর প্রতীক খলিলুর রহমান, বীর প্রতীক আব্দুল আলিমের স্ত্রী জরিনা খাতুন, বীর প্রতিক নজরুল ইসলামের স্ত্রী রওনক জাহান, বীর প্রতীক সামছুল হকের স্ত্রী আনোয়ারা বেগম এবং বীর প্রতীক মোক্তার আলী আর্থিক অনুদানের চেক নেন।আর একজন বিদেশে থাকায় তার পক্ষে চেক গ্রহণ করেন একজন কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here