পটুয়াখালীতে একজন শিক্ষক দিয়ে চলছে স্কুল

0
245

স্কুলটির নাম দক্ষিন তিতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে শিক্ষক মাত্র দুইজন। তার মধ্যে আবার একজন ছুটিতে। তাই একজন শিক্ষক দিয়ে চলছে ৮৫ জন শিক্ষার্থীর পাঠদান। এতে করে শিক্ষার গুনগতমান অর্জন তো দুরের কথা ‘নামের শিক্ষা’ পায়না এখানকার শিক্ষার্থীরা। এভাবেই এই স্কুলের পাঠদান চলছে দিনের পর দিন। এই স্কুলটি পটুয়াখালীর সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের দক্ষিন তিতকাটা গ্রামে।

সরেজমিন স্কুলে গিয়ে দেখা যায় স্কুল ভবনটি খুব সুন্দর। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ২০০৯ সালে নতুন ভবন নির্মাণ করা হয়। ‘সাইক্লোন সেন্টার কাম স্কুল’ ভবন নকশায় এই স্কুলটি শ্রেণি কক্ষগুলো সুন্দর করে সাজানো। দেশের বরন্য ব্যাক্তিদের নামে প্রতিটি কক্ষের নামকরন করা হয়েছে। যেমন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, নজরুল ইসলাম, জসীমউদ্দিন। স্কুলটিতে সবই আছে, শুধু নেই শিক্ষক।

এদিকে স্কুলটিতে দুইজন শিক্ষক কর্মরত থাকলেও একজন ছুটিতে থাকায় মো. আমিনুল ইসলাম নামে একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত রয়েছে। একটি শ্রেণি কক্ষে প্রবেশ করে পাঠদান করে ছুটে যাচ্ছেন আরেকটি শ্রেণি কক্ষে। এভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। পাঠদান নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বললে স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী তামান্না বলে, স্যারে পড়া দিয়া অন্য ক্লাশে যায়। আবার পরে আইয়া পড়া নেয়। এই ভাবে আমাগো পড়ায় স্যারে। শিক্ষক আমিনুল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে এই স্কুলে দুইজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন। ১০ এপ্রিল এই স্কুলের শিক্ষক ছুটিতে যাওয়ায় এখন তিনি একা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here