ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ার বাড়িতে কোনো জঙ্গি নেই বলে ধারণা করছে পুলিশ। তবে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো বাড়িটি থেকে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোক উদ্ধারের কথা জানানো হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী। সন্ধ্যা ৬টার দিকে ঠনঠনিপাড়ার ওই বাড়িটি ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সহকারী কমিশনার সুমন কান্তি বলেন, ঝিনাইদহের ওই বাড়ি থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ আইইডি, তিনটি সুইসাইডাল ভেস্ট, একটি প্রেসার কুকার বোম্ব, ২০টি রাসায়নিক ভর্তি কনটেইনার উদ্ধার করা হয়েছে। ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট এসব উদ্ধার করে। সুমন কান্তি চৌধুরী আরো বলেন, ধারণা করা হচ্ছে ওই বাড়িতে কোনো জঙ্গি নেই। ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বাড়িটি এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন বলেও জানান তিনি। এরই মধ্যে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছেন। স্থানীয়রা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই এলাকায় কাউকে যেতে দিচ্ছে না।