ফৌজদারি মামলার দুই কারণ, ভূমি আর নারী: আইনমন্ত্রী

0
174

বাংলাদেশে ফৌজদারি মামলার বেশিরভাগ ভূমি সংক্রান্ত বিরোধ ও নারীঘটিত বিষয়ের কারণে হয়ে থাকে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাব-রেজিস্ট্রারদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।প্রশিক্ষণের আলোকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে সাব-রেজিস্ট্রারদের উদ্দেশে মন্ত্রী বলেন, সারা বিশ্বের মানুষ দুটি বিষয় গুরুত্ব দেয়, জীবন ও ভূমি। ভূমির সাথে কেবল অর্থের সম্পর্ক না, এটার সাথে পরিচয়েরও বিরাট সম্পর্ক রয়েছে। ফৌজদারি আইনবিদ হিসাবে বলতে পারি, ফৌজদারি মামলার দুইটা কারণ- একটা ভূমি, আরেকটা নারী। আপনারা তার একটা, আরেকটার ব্যাপারে যে আপনারা জড়িত না, সেটা নয়। কারণ বিয়ে নিবন্ধনেও কিন্তু আপনাদেরকে … করতে হয়।

আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসা আনিসুল হক অনুষ্ঠানের পর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নানা অনিয়ম নিয়েও কথা বলেন।ওই সাংবাদিক সাব রেজিস্টার কার্যালয়গুলোকে অনেকটা দুর্নীতির জায়গা’ মন্তব্য করে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার বাসার পাশে আশুলিয়া সাব রেজিস্টার অফিস। এখানে পাঁচজন কর্মচারী সরকারি নিয়োগপ্রাপ্ত। বাকি যে আরও ২০ জন কর্মচারী রয়েছে, তাদের দৈনিক বেতন ৮০ টাকা। সাব রেজিস্টারের লোকজন টাকা পয়সা নিচ্ছেন, এমন কিছু ছবিও আমি নিয়েছি।এসময় তাকে থামিয়ে দিয়ে মন্ত্রী বলেন, এ রকম কোনো প্রমাণ যদি পেয়ে থাকেন, সেই প্রমাণ আমাদের কাছে দেওয়া আপনার কর্তব্য। তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।

এরপর ওই সাংবাদিক বলতে থাকেন, আমার কাছে যতটুকু হিসাব আছে, শামসুল আলম সাহেব (সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা), পাঁচ মাসে প্রায় আড়াই কোটি টাকা ওনার পকেটে। উনি বলেছেন, ‘৮০ টাকা একজনের (অস্থায়ী কর্মচারীদের) হাজিরা, ৮০ টাকায় কী থাকবে? এই টাকা নিচ্ছি এদের জন্য’।

এভাবে টাকা নেওয়ার অনুমোদন আছে কি-না জানতে চেয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগ দেওয়ার প্রসঙ্গ টানেন ওই সাংবাদিক।জবাবে মন্ত্রী বলেন, আইনে তাদের বিধান ব্যাখ্যা করা আছে। আগে নকল নবিশদের টাকা নিয়মিতভাবে দেওয়া হত না। জমে যেত। আমি আসার পর দেখি ৯৯ কোটি টাকা জমে গেছে। আমি দিয়ে দিয়েছি। আমার থাকা অবস্থাতেই আবার ৫০ কোটি টাকা জমে গেছে। কিছুদিন আগে সেটাও দিয়ে দিয়েছি।এখন আমরা একটা ব্যবস্থা করেছি, অর্থ মন্ত্রণালয় আমাদেরকে একটা অনুমোদন দিয়ে রাখবে যে, প্রত্যেক মাসে তাদের টাকাটা শোধ করে দেব।

স্থায়ী নিয়োগের বিষয়টিতে ‘দীর্ঘস্থায়ী প্রক্রিয়া’ মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, স্থায়ী নিয়োগের প্রক্রিয়াটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, এখন এটা একটা প্রতিষ্ঠিত পদ্ধতি হয়ে গেছে। এখন তারা যেন টাকাটা নিয়মিত পায়, সেই ব্যবস্থা করতে আমরা সচেষ্ট আছি।আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাল্যবিয়ে নিরোধ আইনের বিশেষ বিধান নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। ছেলে ও মেয়েদের বিয়ের বয়স ২১ ও ১৮ এই বহাল থাকবে জানিয়ে কেবলমাত্র জরুরি অবস্থায়’ অভিভাবক ও আদালতের অনুমতিক্রমে এর নিচের বয়সের ছেলে ও মেয়েরা বিয়ে করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, কোনো কন্যা ১৮ বছরের আগে বিয়ে করতে পারবেন না, কোনো ছেলে ২১ বছরের আগে বিয়ে করতে পারবেন না; এটা হচ্ছে আইন। আইনের এক্সেপশন থাকে। আমরা এই পৃথিবীতে যারা বাস করি, তারা সব অবস্থা সম্পর্কে জানি না। অনেক সময় এমন এমন অবস্থা হয়, যাকে বলি এমার্জেন্সি সিচুয়েশন।এই এমার্জেন্সি সিচুয়েশন মোকাবেলা করতে একটা বিধান থাকে। সেই রকমভাবে এই আইনেও একটা বিধান আছে। এটা রুল না। জরুরি অবস্থায় অভিভাবক ও আদালত দুইয়ের সম্মতিক্রমে জরুরি অবস্থার কারণে একটা মেয়ে ও ছেলে বিয়ে হতে পারে।এ প্রসঙ্গে পশ্চিমা দেশের সমাজ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সমাজব্যবস্থার তুলনা করে ধর্মীয় বাধার প্রসঙ্গও টানেন আনিসুল।পশ্চিমা দেশে অবিবাহিত মা আছে। আমাদের দেশে অবিবাহিত মা … কোনো ধর্মেই এটা গ্রহণযোগ্য নয়। ধর্মের কথা যদি বাদও রাখি, আমাদের সমাজে এটা গ্রহণযোগ্য নয়। পিতা-মাতা ও সন্তানের একটা ভবিষ্যত ব্যবস্থা করতে এই প্রভিশন আছে।এই বিধান নিয়ে এত আলাপ আলোচনার কিছু নাই। যারা এটা নিয়ে করছেন, কেন করছেন জানি না। আমি আবারও বলব, এটা নিরর্থক।অনুষ্ঠানে অন্যদের মধ্যে লেজিসলেঠিভ ও সংসদ বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বিপিএটিসির মেম্বার ডিরেক্টিং স্টাফ মো. জায়েদুল হক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here