৫০ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ গ্রেফতার ০৫

0
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম ৫০ কোটি টাকা সমমূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ ০৫ জনকে গ্রেফতার করেছে। গত ১৭ এপ্রিল ২০১৭ তারিখ বিকাল ১৯:১৫ টায় কুড়িল বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-১। মোঃ আবু হানিফ (চেয়ারম্যান) ২। মোঃ আফছার আলী ৩। মোঃ নজরুল ইসলাম ৪। মোঃ মুক্তার হোসেন ও ৫। মোঃ রহিচ উদ্দিন।

এসময় তাদের হেফাজত হতে একটি ফল রাখার বক্সে ০৬ টি স্বচ্ছ কাঁচের জারের ভিতর ০২ টি কৌটায় বাদামী রংয়ের তরল জাতীয় পদার্থ, অপর ০২ টি কৌটার ভিতর সাদা রংয়ের পাউডার জাতীয় পদার্থ এবং আরো ০২ টি কৌটার মধ্যে নীল জাতীয় পাউডার সাদৃশ্য পদার্থ দেখা যায়। প্রত্যেকটি কৌটার উপরে হলুদ কাগজে কালো রংয়ের ইংরেজীতে জঊউ উজঅএঙঘ ঈঙগচঅঘণ গঅউঊ ওঘ ঋজঅঘঈঊ, কোড নং-৮০৯৭৫, ইংরেজীতে ঈঙইজঅ ও ইংরেজীতে ঝঘঅকঊ চঙওঝঙঘ ঙঋ ঋজঅঘঈঊ, ঈঅজঊঋটখখণ ঐঅঘউখওঘএ লেখা আছে। এছাড়াও একটি সিলভার রংয়ের অ১৫ অখখওঙঘ প্রাইভেটকারে যার নং-ঢাকা মেট্রো গ-২১-১৭১০উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত সাপের বিষ চোরাই পথে আমদানী করে বিভিন্ন ঔষধ কোম্পানীতে সরবরাহ করে থাকে। এ অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম-বার এর নির্দেশনায় ও তত্ত্বাবধানে পরিচালিত হয়।

উপ-পুলিশ কমিশনার. মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here