পরিচ্ছন্ন রাজধানী গড়তে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাইক্লিং

0
0

পরিচ্ছন্ন শহর গড়ার আহ্বানে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইক্লিং কর্মসূচী পালন করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। মঙ্গলবার শেওড়াপাড়াস্থ ক্যাম্পাস থেকে এই কার্যক্রম শুরু হয়ে রাজধানীর বিভিন্ন স্পট ঘুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অঙ্গণ পূর্বাচল আমেরিকান সিটিতে গিয়ে শেষ হয়। ইকো ওয়ারিয়রস ক্লাব আয়োজিত এ কর্মসূচী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনা. মো. মইনুল ইসলাম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কে নাজমুল হক, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ডিরেক্টর মো. আশরাফুল আনোয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাইক্লিং উদ্বোধনকালে উপাচার্য বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধির জন্য সাইক্লিংয়ের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে এর পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here