‘হাইব্রিড’ এবং ‘কাউয়া’ তত্ত্বের পর দলের অবস্থা বুঝাতে এবার দেশি আর ফার্মের মুরগির উদাহরণ টানলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভায় তিনি বলেন: ফার্মের মুরগির কারণে দেশি মুরগিরা কোণঠাসা হয়ে পড়েছে। দেশি মুরগি বলতে আদি ও খাঁটি আওয়ামী লীগার এবং ফার্মের মুরগি বলতে দলে নতুন আসাদের দিকে ইঙ্গিত করেন ওবায়দুল কাদের।
তিনি এর আগে দেওয়া তার ‘কাউয়া’ তত্ত্বের কথাও উল্লেখ করেন এবং বলেন, আজ অবশ্য অন্য উপমা দিতে চান। ওবায়দুল কাদের বলেন: এর আগে সিলেটে কাউয়ার’ কথা বলেছিলাম। এখানে কাউয়ার’ কথা বলব না। তবে, মনে হয় (দলে) ফার্মের মুরগি ঢুকে গেছে। আমাদের দেশি মুরগি দরকার, ফার্মের মুরগি দরকার নেই। এটা স্বাস্থ্যকরও নয়। `দেশি মুরগি কোণঠাসা হয়ে যাচ্ছে, ফার্মের মুরগি ঢুকছে,’ বলে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
‘হাইব্রিড’ নেতাদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পুরো মঞ্চ নেতায় ভরে গেছে। বিলবোর্ডেও নেতাদের চেহারা। নেত্রী বানিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, আর এদিকে চলছে বিলবোর্ডে নেতাদের প্রদর্শনী। বিলবোর্ড নেতাদের উদ্দেশে তিনি বলেন: আওয়ামী লীগের নাম দিয়ে অপকর্ম করলে সহ্য করা হবে না। আওয়ামী লীগের নামে অপকর্ম চলবে না।