হত্যা মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী

0
0

এক ব্যবসায়ীকে হত্যার মামলায় সাবেক কাস্টমস কমিশনার একেএম শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে কবি ও গীতিকার শাহাবুদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে নেওয়ার অনুমতি দেওয়া হয় বলে জানান রাজধানীর নিউ মার্কেট থানার ওসি আতিকুল ইসলাম।

পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, গত ১৪ই এপ্রিল এলিফ্যান্ট রোডে ডমইনো অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর লাশ পাওয়া যায়।এ ঘটনায় ওই ব্যবসায়ীর বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা করেন, যাতে শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত আসামি।ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ এপ্রিল এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসার বেড রুমে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। ঘটনায় পরের দিন ১৪ এপ্রিল নূরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে তার ভাবি (ভাই এর স্ত্রী), উক্ত ভাবির বন্ধু শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় শাহাবুদ্দিন নাগরীকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here