বিএনপির ভাইস চেয়ারম্যান টুকুর জামিন নামঞ্জুর

0
272

সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা ও ভাংচুরের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক কোহিনুর আরজুমান জামিনের আবেদন না মঞ্জুর করেন।

এই আদালতের জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) এএসআই মাসুদ ও ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্র গণজমায়াতের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল।সমাবেশ চলাকালে দ্রুতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ৬ কর্মী নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।এ ঘটনায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের তৎকালীন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে মামলা দায়ের করেন।গত ১০ এপ্রিল এসব মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।পরে বিচারক জাফরোল হাসান জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুর কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here