বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মারুথা সৃষ্টি, মংলা বন্দরে ২ নম্বর সংকেত

0
268

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মারুথা’র কারণে মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে রবিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বন্দর ও সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠায় গভীর সাগরে মাছ ধরতে জেলেদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি রবিবার সকালে মোংলা বন্দর থেকে প্রায় ৭৩৫ কি: মি: দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here