দাবানলের কারণে ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা

0
0

ফ্লোরিডার গভর্ণর যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ অঙ্গরাজ্যে ব্যাপকভাবে দাবানল ছড়িয়ে পড়ায় মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রিক স্কট দাবানল নিয়ন্ত্রণে অভিযান আরো জোরদার করেছেন। এতে ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে প্রয়োজনীয় সামগ্রি সরবরাহ করা হচ্ছে। স্কট বলেন, ‘দাবানল ছড়িয়ে পড়ার কারণে আজ আমি ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করছি এবং এ দাবানল মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’

ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানায়, এ রাজ্যের ১০৫টি স্থানে আগুন জ্বলছে। দাবানলে আট হাজার হেক্টরের বেশি জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। জানুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে দাবানলে প্রায় ২৮ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক মাস ফ্লোরিডায় তাপমাত্রা অনেক বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here