মোস্তাফিজের আইপিএল শুরু আজ

0
0

মোস্তাফিজুর রহমানের আগমনে উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা দুই ম্যাচ জিতে উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মোস্তাফিজের উপস্থিতি দলের বোলিং অ্যাটাকের শক্তিতে যোগ করছে বাড়তি মাত্রা। সব ঠিক থাকলে মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে আইপিএলের দশম আসরে নিজের প্রথম ম্যাচ খেলবেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। বুধবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে ক’দিন বিশ্রামের পর মঙ্গলবার (১১ এপ্রিল) ভারতে উড়াল দেন মোস্তাফিজ। গতবার অভিষেক মৌসুমেই আইপিএল জয় করেন বাংলাদেশের বোলিং বিস্ময়। হায়দ্রাবাদের শিরোপা জয়ে রাখেন অনবদ্য ভূমিকা। জেতেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এবার আরো ভালো খেলার প্রত্যয় ২১ বছর বয়সী এ বাঁহাতি পেসারের।

অাশিস নেহরা, ভুবনেশ্বর কুমার ও মোস্তাফিজ এ পেসত্রয়ীর শক্তিশালী বোলিং অ্যাটাক প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য কতটা হুমকিস্বরূপ তা আর বলার অপেক্ষা রাখে না! সঙ্গে এবার যোগ হয়েছেন রশিদ খান। দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এ তরুণ আফগান লেগস্পিনার।

প্রসঙ্গত, গত বছর হোম ও অ্যাওয়ে দু’টি ম্যাচই জিতেছে সানরাইজার্স। হায়দ্রাবাদে ১৪৩ রান তাড়া করতে নেমে ৯০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ডেভিড ওয়ার্নার ও বিশাখাপত্তনমে মুম্বাইকে ৯২ রানে গুটিয়ে দিতে তিনটি উইকেট শিকার করেন মোস্তাফিজ।

সব মিলিয়ে ৪-৪। কিন্তু, ওয়াংখেড়েতে দুই ম্যাচেই (২০১৩ ও ২০১৫) জয় তুলে নেয় মুম্বাই। তাই ওয়ার্নার-মোস্তাফিজদের সামনে থাকছে ওয়াংখেড়ে জয়ের চ্যালেঞ্জ। পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে শীর্ষে সানরাইজার্স। দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পাঁচে মুম্বাই। আসরের প্রথম ম্যাচেই পুনের কাছে হেরে যায় তারা। হোম ভেন্যুতে কলকাতার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে ঘুরে দাঁড়ায় রোহিত শর্মার দল। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারেন দর্শকরা।

সানরাইজার্স একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, ময়েজেস হেনরিকস, যুবরাজ সিং, দিপক হুদা, নামান ওঝা (উইকেটরক্ষক), বিপুল শর্মা / বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা, মোস্তাফিজুর রহমান।

মুম্বাই একাদশ (সম্ভাব্য): জস বাটলার, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নিতিশ রানা, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডে, হার্দিক পান্ডে, হরভজন সিং, জাসপ্রিত বুমরাহ, মিচেল ম্যাকক্লেনাগান, লাসিথ মালিঙ্গা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here