ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে অনেক বাড়িঘর

0
0

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার প্রায় ৮শ’ কিলোমিটার দক্ষিণে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পের সময় লোকজন প্রাণভয়ে ফাঁকা রাস্তায় নেমে আসে। কর্তৃপক্ষ জানায়, এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও লানাও ডেল সুরের বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পানির পাইপ ফেটে যায়। দুর্যোগ বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় ভোর ৫ টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা ফ্রান্সিস গার্সিয়া এবিএস-সিবিএন টেলিভিশনকে বলেন, লোকজন এ সময় আতংকগ্রস্ত হয়ে পড়ে এবং ঘরের বাইরে চলে যায়।  সরকারি ভূকম্পন দপ্তর জানায়, ১৬টি নগরীতে ভূকম্পন অনুভূত হয়। তারা আরো জানায়, এতে বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে এবং বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here