টাইগারদের ত্রিদেশীয় সিরিজের সূচি

0
290
Bangladesh’s Shakib Al Hasan, second left, celebrates with teammates the dismissal of Zimbabwe’s Craig Ervine during their first one day international cricket match in Dhaka, Bangladesh, Saturday, Nov. 7, 2015. (AP Photo/A.M. Ahad)

প্রায় ৪০ দিনের শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা। এবার টাইগাররা ব্যস্ত হয়ে পড়বেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরে। আগামী মাসেই আয়ারল্যান্ডে ক্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দিতে হবে মাশরাফি-তামিম-মুশফিক-সাকিব-তাসকিন-মোস্তাফিজদের।

আগামী ১২ এপ্রিল শুরু হবে ডিপিএল। এরপর আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে রয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ডিপিএল আর চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড।

ইতিমধ্যেই ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।ত্রিদেশীয় এই সিরিজ শেষ হবে ২৪ মে। ডাবলিনে হবে সবগুলো ম্যাচ। আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here