মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের সম্মাননা দিলো বাংলাদেশ

0
0

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় বীরযোদ্ধাদের সম্মাননা জানালো বাংলাদেশ। শনিবার বিকেলে দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেন ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার বিকেলে নয়াদিল্লি সেনানিবাসের মানেক শ’ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা, মেজর এ এস গাহলৌত, সুবেদার মালকাত সিং, নায়েক সুগন সিং, স্কোয়াড্রন লিডার এ বি সামন্ত ও লেফটেন্যান্ট সমীর দাস।এই শহীদ পরিবারের স্বজনরা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশ সরকারের সম্মাননা গ্রহণ করেন।সম্মাননা দেওয়ার পর শহীদদের স্বজনদের সঙ্গে দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিসহ অতিথিরা বাংলাদেশ মোট ১ হাজার ৬শ’ ৬৮ ভারতীয় শহীদকে সম্মাননা দিচ্ছে। এরমধ্যে শনিবার ৬ জনকে শেখ হাসিনা সম্মাননা তুলে দেওয়ার পর বাকি ১৬শ ৬২ শহীদের পরিবারকে ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠানে তা দেওয়া হবে।সম্মাননা প্রদানের পর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়কার ভারত রাষ্ট্র ও এর জনগণের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় দেওয়া বক্তৃতায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি এবং আমার দেশের জনতা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সেই আত্মত্যাগের প্রতি স্যালুট জানাই।মোদি বলেন, বাংলাদেশের জন্মের গল্পটিই অনেক আত্মত্যাগের। আমি যেমন আমার দেশের মানুষের শুভ চাই, তেমনি বাংলাদেশসহ সকল প্রতিবেশি দেশর মানুষেরও সুন্দর জীবন কামনা করি।বক্তব্যের পর দুই প্রধানমন্ত্রী শহীদদের স্বজনদের সঙ্গে গ্র“প ছবি তোলেন।

বাংলাদেশের ১০ হাজার মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের মাল্টিপল ভিসা (একাধিকবার যাতায়াতের সুযোগ) দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছে। এর সঙ্গে আছে ভারতীয় শহীদদের রক্ত। তাদের আত্মত্যাগের কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণ করা হবে।ভারতে বাংলাদেশের ১০ হাজার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তির সংখ্যা ১০ হাজার বাড়িয়ে ২০ হাজার করার কথা বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here