নিরাপত্তা পরিষদে তোপের মুখে সিরিয়ার সরকার

0
0

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাসায়নিক গ্যাস হামলাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। এদিকে, সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের একটি বিমানঘাঁটিতে শুক্রবার চালানো মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছে। এতে ওই ঘাঁটিরও মারাত্মক ক্ষতি হয়।রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ৩ টা ৪২ মিনিটে মধ্যাঞ্চলে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটিতে মার্কিন আগ্রাসনে ছয়জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। এতে ওই বিমানঘাঁটির ব্যাপক ক্ষতিও হয়েছে।হতাহতরা সামরিক না বেসামরিক নাগরিক সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি।

গত মঙ্গলবারের ওই গ্যাস হামলায় নিহত মানুষের সংখ্যা বুধবার বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। প্রতিবেশী তুরস্ক জানিয়েছে, তারা গ্যাস হামলায় আক্রান্ত শিশুসহ ৩০ জনকে চিকিৎসা দিচ্ছে।বিষয়টি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে এ হামলার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে দায়ী করে এর জন্য নিন্দা প্রস্তাব উত্থাপনের কথা বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে এর বিরোধিতা করে নিরাপত্তা পরিষদের অপর স্থায়ী সদস্য রাশিয়া। তারা বলেছে, আসাদ সরকারকে দায়ী করা ঠিক নয়, কেননা এ হামলা তারা চালায়নি।এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে জাতিসংঘ যদি ব্যবস্থা নিতে না পারে, তাহলে যা করার যুক্তরাষ্ট্র একাই তা করবে।

মঙ্গলবারের ওই হামলার পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দোষারোপের পালা চলছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাসায়নিক গ্যাস হামলাকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দোষারোপের পালা চলছে। রাশিয়া অভিযোগ করেছে, পশ্চিমা মদদপুষ্ট ওই রাসায়নিক অস্ত্র সিরীয় বিদ্রোহীদের। তবে পশ্চিমা দেশগুলোর দাবি, সিরিয়ার সরকারি বাহিনীই তা ব্যবহার করেছে।
রাশিয়া বলছে, সিরিয়ার সরকারি বাহিনীর যুদ্ধবিমান থেকে মাইনের একটি গুদামে আঘাত হানা হয়। ওই মাইনগুলোয় বিষাক্ত পদার্থ ভরা ছিল। সেগুলো ছিল ইরাকে সক্রিয় জঙ্গিদের জন্য। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারও অভিযোগ প্রত্যাখ্যান করেছে।তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, তাঁদের কাছে যেসব প্রমাণ রয়েছে, তাতে বাশারের বাহিনীই ওই হামলার পেছনে ছিল বলে স্পষ্ট।এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছিল, ঘটনাস্থল ইদলিব প্রদেশের খান শেখোওয়ান শহরে রুশ বিমান থেকে কোনো হামলা চালানো হয়নি। সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সেদিনই বলেন, সিরিয়ার এই ‘হত্যাযজ্ঞের’ জন্য বাশার আল-আসাদের সরকারই দায়ী।এদিকে এএফপি জানায়, মঙ্গলবারের গ্যাস হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here