গোপালগঞ্জে এক ভূয়া সাংবাদিককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

0
276

গোপালগঞ্জে এইচ এস সি পরীক্ষার হল থেকে আটক অভিজিৎ ঢালী(৩০) নামে এক ভূয়া সাংবাদিককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিল ও মোঃ সাখাওয়াৎ হোসেন এ সাজা প্রদান করেন। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটের দিয়াপাড়া গ্রামে। গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকার জানিয়েছেন, সে নিজেকে বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া এসোসিয়েশনের গোপালগঞ্জে জেলার দায়িত্বরত সিইও হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পরীক্ষা হলে প্রবেশ করেন। পরে সে হলের বিভিন্ন রুমে ঢুকে শিক্ষকদের সাথে অসদাচরণ এবং শিক্ষার্থীদের খাতা টানাটানি করেন।এতে শিক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটছিলো। বিষয়টি সন্দেহ হলে আজ বৃহস্পতিবার তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকার পর তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আমাদের সন্দেহ হয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিল ও মোঃ সাখাওয়াৎ হোসেন ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তারা অভিজিৎ ঢালী নামে কোন সাংবাদিক নেই বলে নিশ্চিত করেন।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ভূয়া সাংবাদিককে এক বছরের সাজা প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোপালগঞ্জ সংবাদদাতা, সৈয়দ আকবর হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here