পয়লা বৈশাখে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: ৭ জঙ্গি রিমান্ডে

0
0

ময়মনসিংহ শহরের সার্কিট হাউজসহ বিভিন্নস্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। আর এ জন্য নানা ছক নির্ধারণ করা হচ্ছিল শহরের কালিবাড়ি রোডের ওই বাসায় বসে। ওই বাসায় ঢাকা থেকে প্রতি সপ্তাহে নিয়মিত একজন প্রশিক্ষক আসতেন, তাদের জঙ্গি প্রশিক্ষণ দিতেন। যিনি মাস্টারমাইন্ড। জব্দকৃত কম্পিউটার থেকে আইএস এর পতাকা সম্বলিত প্রশিক্ষণের নানা কৌশল ও ছকও রয়েছে কম্পিউটারে। মঙ্গলবার সন্ধ্যায় এসব নানা তথ্যের কথা নিশ্চিত করেছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি আরও বলেন, ঢাকার ওই প্রশিক্ষকের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাকে ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে। ময়মনসিংহ শহরের কালিবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ জঙ্গির জবানবন্দিতে এসব চাঞ্চল্যকর নানা তথ্য বেরিয়ে এসেছে বলে জানান পুলিশ সুপার।আটকদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না। এদেরকে নিয়ে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের ১৭০/১ কালিবাড়ি এলাকার মৃত আনোয়ারুল কাদিরের পুত্র অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের ভাড়া বাসা থেকে পুলিশের ৩ ঘণ্টার অভিযানে ৭ জঙ্গিকে আটক করা হয়। এরা প্রায় ৪ মাস ধরে ওই বাসায় বসে নানা পরিকল্পনা করছিল।ময়মনসিংহে গ্রেফতারকৃত সন্দেহভাজন সাত জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত সাত জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোতোয়ালী পুলিশের ওসি মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।যার নং ৯ তাং ৪/৪/১৭ইং।গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শহীদুল ইসলাম শাহীন ওরফে রতন (৩০) ও আশিকুর রহমান হৃদয় (১৯), ধোবাউড়ার দিঘীরপাড় গ্রামের মোঃ আল আমিন (২৫), নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারের মাসুম আহমেদ (৩০), শাহ আলম শাহীন (২৭), রোমন মিয়া (২৭) ও নেত্রকোণা টেংরাপাড়া গ্রামের নাছির উদ্দিন (২৭)। এদের মধ্যে গ্রেফতারকৃত নাসির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র।

ময়মনসিংহ শহরের কালীবাড়ী এলাকার ১৭০/১ নং বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহ হওয়ায় গত কয়েক দিন ধরে বাড়ি ও বাড়ীর ভাড়াটিয়াদের উপর নজরদারী করছে কোতোয়ালী পুলিশ। সোমবার সকালে পৃথক মোটর সাইকেলযোগে বাড়িতে ৬/৭ বসবাসকারি প্রবেশ করলে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। পুলিশ বাড়িটির ভিতরে থাকা লোকজনকে নানা কৌশলে ডেকে সারাশব্দ না পাওয়ায় সার্বিক প্রস্ততি নিয়ে প্রথমে দরজা ভেঙ্গে। এরপর বাড়ীর ৪/৫টি কক্ষ তল্লাসী চালিয়ে ৭ জনকে আটক করে। পরে ঘরের বিভিন্ন কক্ষ থেকে একটি কম্পিউটার, আল-আরাফা ব্যাংকে ৭০ লাখ টাকা লেনদেনের একটি চেক বই, বিপুল পরিমান জিহাদী বই, ক্যাবল, সুইচ ও বোমা তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় গ পুলিশ মামলা করে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলামসহ াভিযানে অংশ নেওয়া পুলিশ অফিসারদের মতে, গ্রেফতারকৃত গত চার মাস ধরে এ বাসাটি ভাড়া নিয়ে অবস্থান করছিলো। এ বাসায় উঠার পর থেকে তারা বাসার ভিতরে আযান, নামাজ ও খাওয়া দাওয়া করতো। বাইরে কারো সাথে বেশী মিসতো না। পুলিশের ধারণা মতে, এ জঙ্গি চক্রটি এ অঞ্চলে বড় ধরণের নাশকতার কোন পরিকল্পনায় মাঠে নেমেছিল। পুলিশী কঠোর তৎপরতার কারণে তা করতে পারেনি।কোতোয়ালী পুলিশের ওসি জানান, গ্রেফতাকৃতরা জঙ্গিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহ একাধিক জঙ্গির নাম প্রকাশ করেছে। যা যাচাই বাছাইসহ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, ময়মনসিংহ শহরের একটি বাসা থেকে জঙ্গি সন্দেহে আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে সাতজনকে ১ নম্বর বিচারিক হাকিম আমলি আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী। শুনানি শেষে বিচারক বেলায়েত হোসেন আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক নওয়াজেশ মিয়ারিমান্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার ধোবাউড়া উপজেলার আল আমিন (২৫), হালুয়াঘাট উপজেলার শহীদুল ইসলাম (২৮) ও আশিকুর রহমান (২৮), নেত্রকোনার পূর্বধলা উপজেলার শাহ আল রোমান শামীম (২৭), মাসুম আহমেদ (৩০) ও রুমান মিয়া (২৭) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার নাসির উদ্দিন (২৭)। তাঁদের মধ্যে মাসুম তিনটি ভোগ্যপণ্য ব্যবসা প্রতিষ্ঠানের ডিলার। নাসির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র এবং আল আমিন ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি। গত সোমবার ময়মনসিংহ শহরের কালীবাড়ি রোডের একটি বাড়ি থেকে জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে সাতজনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি মোটরসাইকেল, একটি ব্যাংকের চেকবই ও বেশ কিছু বই জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here